![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ধর্ষণকারী কুকুরগুলো
সাইয়িদ রফিকুল হক
ধর্ষণকারী কুকুরগুলো
শুয়ে আছে কোথায়?
এবার আগুন ধরিয়ে দাও
ওই জারজদের আস্তানায়।
ধর্ষণকারী-জারজেরা
বেড়ে গেছে এখন বেশি,
বাংলাদেশে ফুলায় কেন
ওরা এতো হিংস্র-পেশী?
ধর্ষক-কুকুর দেখামাত্র
দাও না কষে জুতার বাড়ি,
জারজগুলো দেশটা ছেড়ে
জাহান্নামে জমাবে পাড়ি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
জেগে ওঠো মানুষজাতি
সাইয়িদ রফিকুল হক
দুনিয়াতে ক্ষেপে গেছে ধর্ষণকারী,
ধরো ওদের আর নয় ছাড়াছাড়ি।
সমাজ-রাষ্ট্রের শত্রু ধর্ষক-পামর,
স্বাধীন দেশে ওরাই এখন হাঙ্গর।
হায়না-হাঙ্গর বেড়ে গেছে দেশে,
খুনিরা এখন ঘুরছে বীরের বেশে!
জেগে ওঠো বিশ্বভূমির মানুষজাতি,
বন্ধ হবে শয়তানদের মাতামাতি।
ধর্ষক-লম্পট মানুষ কখনও হয় না,
ধর্ষক-লম্পট দেশের কথা কয় না।
এবার ওদের ধরতে হবে শক্তহাতে,
সব জারজের ফাঁসি হয় যাতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম। আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা। সঙ্গে শুভকামনা।
আর গতকাল একটি ‘গল্প’ পোস্ট করেছি ব্লগে। গল্পটির নাম ‘বেহেশতের চাবি হাতে চলে গেল জাহান্নামে’। সময় হলে পড়ার আমন্ত্রণ রইলো।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার লিখেছেন ছাইয়েদ ভাই অনেক অনেক ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অসংখ্য। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২২
বিজন রয় বলেছেন: সুন্দর, দারুন।
+++++