![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
যদি তুমি আবার আসতে
সাইয়িদ রফিকুল হক
ঘুম ভেঙেছিলো সেদিন খুব সকালে
তবুও কী ফুল ফুটেছিলো বাগানে তা দেখিনি,
শুধু দেখলাম বাড়ির সামনে মস্ত গেটটার পাশে
নবীনা-শিউলিগাছটির নিচে তুমি দাঁড়িয়ে!
আরও জানি, সেদিন আকাশে ছিল নাকো
কোথাও-কোনো মেঘ কিংবা মেঘের ছায়া,
রোদের আবির্ভাব তখনও হয়নি শুরু,
তবুও চারদিকটা আলোয় কী ঝলমল করছিলো
শুধু তোমার উপস্থিতিতে।
শিউলীতলায় শুধু একবার দেখেছিলাম তোমাকে,
আর কিছু মনে নাই,
আর কিছু ভাবি নাই,
তবুও শুধু দেখি তুমি দাঁড়িয়ে রয়েছো শিউলিতলায়,
আবার কখন এসেছিলে জানি না,
আবার কবে আসবে তুমি তা-ও তো জানি না,
শুধু জানি, তুমি আসবে, আসবে,
আমারই শিউলিতলায়।
আজও এসে দাঁড়িয়েছি এই আলো-ঝলমলে সকালে
একটুখানি তোমার দেখা পাবো বলে,
আজও ঝরছে অগণতি শিউলিফুল,
আর কী সুন্দর মৃদুমন্দ বাতাস,
ঝিরঝিরে বাতাসে এখন শুধু ঝরছে শিউলি,
বাতাসে পাচ্ছি শুধু শিউলির ঘ্রাণ
কত আয়োজন চারপাশে তোমাকে বরণ করতে
যদি তুমি আবার শিউলিতলায় আসতে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৪/২০১৬
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনি আমার লেখা পড়ে সুন্দর মন্তব্য করেছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞতাপ্রকাশ করছি।
ধন্যবাদসহ শুভেচ্ছা রইলো রাশি-রাশি।
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: এমন করে যার অপেক্ষায় থাকা হয়, সে তো আসবেই।
সুন্দর কবিতা, ছবিটাও সুন্দর।
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
আর শুভকামনাও থাকলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: থুব সুন্দর । বেশ ভাল লাগল। ধন্যবাদ সাইয়িদ ভাই।