![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তোমার হাসি দেখবো বলে
সাইয়িদ রফিকুল হক
চাতকপাখির মতো কী এক আশায় বসে থাকি
দিনান্তে দেখবো তোমার মুখের হাসি,
সারাটি দিন কেটে যায় অপেক্ষার প্রহর গুনে
কখন বলবো তোমায় একটু ভালোবাসি!
তোমার হাতের একটু ছোঁয়া পেতাম যদি
একনিমিষে হয়ে যেতাম আমি ধন্য,
একটুখানি ভালোবাসা জাগবে কি এই দুনিয়ায়
তোমার মনে শুধু এই আমার জন্য?
তোমার মুখের মধুর হাসি দেখতে পেলে
মেঘ জমবে না আমার মনের আকাশে,
কদমফুলের মতো তোমার মনোলোভা হাসি
ভেসে আসে ঘ্রাণ যেন তাই বাতাসে!
দিনটি আমার কেটে যায় কঠিন-সংগ্রামে
তোমার হাসি দেখবো-দেখবো করে,
কত যে আশায় বুক বেঁধে বসে থাকি
তবু যে মেঘ জমে মনের আকাশ-ভরে!
আকাশের তারার সাথে ভাব জমালে এতোদিনে
একটি তারা দেখা করতো আমার সঙ্গে,
তুমি এমনই অধরা হলে আমার কাছে
তবু তো আমি দেবো না রণে ভঙ্গে!
তোমার মুখের মধুর হাসি দেখবো বলে
বসে আছি আশা নিয়ে চাতকপাখি হয়ে,
এবার বন্ধু তুমিই দাও না বলে হাসিমুখে
কবে পাবো তোমায় আরও দুঃখ সয়ে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৪/২০১৬
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে আমারও ভালো লাগলো।
আর আপনার জন্য রইলো একরাশ শুভেচ্ছা।
২| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: হাসি দেখে লাভ কি?
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: একটি মুখের মধুর হাসি বদলে দিতে পারে যে-কারও জীবন। তাই...।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভকামনা।
৩| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪
ডার্ক ম্যান বলেছেন:
ভাল লিখেছেন
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুনে অতীব আনন্দিত হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
আচার্য বাঙালি বলেছেন: ভালো লাগলো।
+ + + +