![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
খুবলে খাচ্ছে সোনার দেহ
সাইয়িদ রফিকুল হক
আকাশে শকুন পাতালে শকুন,
শকুনই এখন করছে মানুষখুন!
শকুনগুলো বিশাল ডানার ভয়ানক,
মারছে মানুষ নিষ্ঠুর ক্রোধে আচানক!
মাঝে-মাঝে শকুনগুলো পড়ছে ফেটে
ভয়ানক অট্টহাসিতে,
শান্তি-সুখের স্বপ্ন-বাঁচাতে
কে ঝুলাবে এদের ফাঁসিতে?
শকুনের ওই ডানাঝাপটানোর শব্দে
আঁতকে ওঠে মানুষ ভালো,
শকুনের জ্বালায় নিভে গেছে
বীর-জাতির স্বপ্ন-আলো!
আসছে শকুন আসছে দলে-দলে
খুবলে খাচ্ছে সোনার দেহ,
পরাজিত শকুন-মারার
এই দেশটাতে নাই কি কেহ?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৪/২০১৬, মধ্যরাত।
©somewhere in net ltd.