![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বিশ্বমুসলিম জেগে ওঠে শবে বরাতে
সাইয়িদ রফিকুল হক
মুসলিম-জাতি ভাগ্য-ফেরাতে
আজি করবে ইবাদত
শবে বরাতে!
পুণ্যরজনী আবার যে তাই
ফিরে এলো ধরাধামে,
বিশ্বমুসলিম জেগেছে এবার
শবে বরাতের নামে।
আজকে দেখি তাইতো ঘুম নাই
কারও চোখে,
পুণ্যরাতি-জাগরণে
দিশেহারা সর্বলোকে।
বিশ্বমুসলিম জেগে ওঠে
পুণ্যরাতে—শবে বরাতে,
সারা রাতের ইবাদতে
নিষ্পাপ হবে সে প্রভাতে।
এসো সব ভাই—এসো বন্ধু
মিশে যাই প্রভুর প্রেমে,
মুক্তি তোমার মিলবে নাকো
মিথ্যা মণি-মুক্তা-হেমে।
এসো সব ভাই—এসো বন্ধু
ডুবে যাই প্রভুর প্রেমে।।
আগরবাতি-আতরঘ্রাণে
আমোদিত আজ চারদিক,
নুরে-নুরে করছে যে তাই
দুনিয়া ঝিকমিক!
ঘর ছেড়ে তুই চেয়ে দেখ এবার
রাতের আকাশ,
মহাপ্রভুর গুণগানে
মেতে আছে নির্মল বাতাস।
আজকে এমন পুণ্যরাতি
হারালে পাবে না সহজে,
জীবনগড়ার শপথ নাও
প্রভুর প্রেমে মজে।
শাবান-মাসের পূর্ণিমা-রাতে
ফিরে আসে শবে বরাত,
সত্যপ্রেমে মিথ্যা ছেড়ে
হয়ে যাও মিথ্যাবিরোধী-করাত!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৫/২০১৬
২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনিও সুন্দর মন্তব্য করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একগুচ্ছ শুভেচ্ছা।
২| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৪
ফিরোজ মাহমুদ১৯৯০ বলেছেন: কবিতাটি ভাল লাগলো। আরো কবিতা চাই।
২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে আনন্দিত হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
আর কবিতা আরও পাবেন, প্রতিদিন না হলেও মাঝে-মাঝে।
৩| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০১
রোয়ানু বলেছেন: গতকাল বাসার পাশে একজন ভদ্রলোক আল্লাহর দরবারে চলে গেলেন। এই বছরের শবে বরাত আর তার নসীবে ছিলো না ...
আমাদের নসীবে আছে এখোনো ইনশাল্লাহ ...পূর্ণ খেদমত করার কোশেশ করতে হবে ....আমিন!
২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন ভাই। আমরা ভাগ্যবান।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৬ বিকাল ৪:১২
আধুনিক হিটলার বলেছেন: খুব সুন্দর লিখেছেন,
এটি শবে বরাত এর ব্যাপারে বর্ণীত হাদিস সমুহের অনুবাদ হয়েছে