নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

হায়রে শ্যামল কান্তি ভক্ত, স্বার্থের আশায় একেবারে সাষ্টাঙ্গপ্রণাম!

২৩ শে মে, ২০১৬ সকাল ১১:৪৯


হায়রে শ্যামল কান্তি ভক্ত, স্বার্থের আশায় একেবারে সাষ্টাঙ্গপ্রণাম!
সাইয়িদ রফিকুল হক

শ্যামল কান্তির লোকজনকে এখন কোথাও খুঁজে পাচ্ছি না। এরা এখন আত্মগোপন করেছে নাকি? এদের কাউকে তো এখন দেখতে পাচ্ছি না। নাকি এরা লজ্জায়-ঘৃণায়-ক্ষোভে স্বেচ্ছা-কারাবাসে অন্তরীণ হয়েছে? ঠিক বুঝতে পারছি না। কেউ বুঝতে পারলে দয়া করে আমাকে একটু জানাবেন!

একজন শ্যামল কান্তিকে নিয়ে ক্রুসেড-যাত্রার মতো ভয়াবহ-তাণ্ডব ঘটে গেল দেশে! এখনও দেখতে পাচ্ছি শ্যামল কান্তির জন্য কেউ-কেউ কানধরে উঠবস করছে, আবার অতি-উৎসাহী কিছুসংখ্যক আপদ এখনও নিজের কানধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে! এই দেশে আর কত ছ্যাবলামি দেখবো?

একটি ছবি দেখে রাতারাতি কিছু মানুষ একেবারে ক্ষেপে গেল। আর তারা এই নিয়ে একজন সংসদ-সদস্যসহ বর্তমান-সরকারের চোদ্দোগোষ্ঠী-উদ্ধারের প্রচেষ্টায় নেমেছিলো। আবার কেউ-কেউ তো বলেছিলো: এই নিয়ে দেশে গণআন্দোলন হবে! আমার তখন এদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছিলো: গণআন্দোলনের সংজ্ঞা জানেন? নাকি শব্দটি লোকমুখে শুনেই বলে দিলেন! আসলে তারা একজন অসহায় শ্যামল কান্তিকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলো। কিন্তু দেশের মানুষ এতো পাগল না যে, তারা কারও-কারও এইজাতীয় পাগলামিকে দেশের জন্য গণআন্দোলনের বিষয় হিসাবে বিবেচনা করবে। দেশের মানুষ এখনও এতো পাগল হয়নি।

একটি ছবি দেখে সারাদেশে রটে গেল একজন অভিযুক্ত শিক্ষককে প্রকাশ্যে কানধরে উঠবস করানো হয়েছে! আর আজ সেই শিক্ষকই প্রকাশ্য-দিবালোকে একজন মন্ত্রীর পায়ের উপর উপুড় হয়ে পড়ে একেবারে সাষ্টাঙ্গপ্রণাম করতে এতটুকু দ্বিধা করলেন না! সামান্য কালবিলম্ব পর্যন্ত করলেন না। আর আজ কিন্তু কেউ তাকে দেশের মন্ত্রী-মহোদয়ের পদধূলি নিতে বলেনি। কিন্তু তিনি স্বেচ্ছায় মন্ত্রী-মহোদয়ের পদধূলি মাথায় নিয়েছেন!

কিন্তু কীসের জন্য? আর কীসের স্বার্থে? আর কেনই-বা তিনি এসব করেছেন? আজ এটি জানতে চাওয়ার সুযোগ এসেছে। দয়া করে কেউ কি জবাবটি দিবেন?

পুনশ্চ—১: শিক্ষক হতে সবসময় মেরুদণ্ড লাগে। আরও লাগে আত্মসম্মানবোধ ও প্রবল-ব্যক্তিত্ব। আর এসবকিছু কি একজন শ্যামল কান্তি ভক্ত’র আছে?
পুনশ্চ—২: নাকি তিনি বাঁচার আশায় সেদিন স্বীয়-অপরাধ কবুল করে স্বেচ্ছায় প্রকাশ্যে কানধরে উঠবস করেছিলেন?
পুনশ্চ—৩: শিক্ষকের মর্যাদা-রক্ষার ব্যাপারে আমাদের কোনো আপস নাই।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৫/২০১৬

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:০৯

নতুন বলেছেন: কারুর কাছে মাথা নত করা যাবেনা এটা মুসলমানের রিতি...

কিন্তু হিন্দুদের প্রনাম করার জন্য পায়ে মাথা ঠেকানোর রিতি আছে...

এটা যদি কোন মুসলিম করতো তবে সেটা রীতি রিরোধী এবং বেশি দেখানোর জন্যই হতো...

কিন্তু কানে ধরে উঠবস করানো সবার জন্যই অপমান জনক...

২৩ শে মে, ২০১৬ রাত ৮:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: শিক্ষকের অপমান আমরাও সহ্য করবো না। কিন্তু আদর্শহীন কোনো শিক্ষকের জন্য অনুকম্পা নাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:১৬

সাদা মনের মানুষ বলেছেন: পুনশ্চ—৩: শিক্ষকের মর্যাদা-রক্ষার ব্যাপারে আমাদের কোনো আপস নাই।........আপনার পোষ্টে এটুকু পড়ে একটু হাসতে ইচ্ছে করছে, ভাবছি এখন অফ লাইনে গিয়ে কিছুক্ষণ হেসে নেবো ;)

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: হাসুন ভাই হাসুন। হাসলে দেহ-মন ভালো থাকে।
আমার পোস্টটি পড়েছেন, আমি খুব খুশি হয়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫

কৌশিক মোদক বলেছেন: শ্যামল কান্তি বাঁচতে চায়, ছবি বলে সে কতটা অসহায়,
সে ভাল করেই জানে আল্লার নামে শপথ নিয়ে তার কল্লার জন্য বাংলাদেশে কোথাও না কোথাও চাপাতি তে সান দেওয়া হচ্ছে। আপনারও চান অর কল্লাটা রাস্তায় পড়ে গড়াগড়ি খাক, শুনতে চান মালাউন কতলের পর উল্লাস, তুমি কাফের, তমার কান ধরব, তোমার বাড়ি ভাঙ্গব, এটা ইসলামের উম্মত, ধিক বাংলাদেশ--

চাপাতিবাজ রা নাস্তিক রা তাও ভাল সোজা কথা সোজা ভাবে বলে, ভয় হয় আপনাদের মত দু মুখো মদারেত দের নিয়ে।

২৩ শে মে, ২০১৬ রাত ৮:২৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমরা একমুখী। আর সবসময় দেশমুখী। আর আমরা যেকোনো মানুষহত্যার বিরুদ্ধে। হত্যাকারীদের আমরা ঘৃণা করি।
আপনাকে ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৭

মোস্তফা ভাই বলেছেন: তার দুটো মেয়েকে মুমিনদের কাছ থেকে বাচাতে সেএই কাজ করেছে।

২৩ শে মে, ২০১৬ রাত ৮:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: তা-ও হতে পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০

ভগবান গণেশ বলেছেন: দারুণ লিখেছেন ভাই।

২৩ শে মে, ২০১৬ রাত ৯:৪৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাদের পাশে পেয়ে দেশের জন্য কিছু লেখার সাহস পাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।

৬| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আমি নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা বলেছেন: আপনার ভক্ত হয়ে গেলাম ভাই। আমার ব্লগে একটু আইসেন।

২৩ শে মে, ২০১৬ রাত ৯:৪৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুনে আমি খুশি হলাম ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে শুভকামনা।

৭| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

প্রামানিক বলেছেন: ভালই লিখেছেন

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, ধন্য হলাম। আপনার মতো বড়মানুষ আমার পোস্টটি পড়েছেন---এজন্য আমি কৃতজ্ঞ।
ভক্তি রইলো আপনার প্রতি।

৮| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

সোজোন বাদিয়া বলেছেন: "একটি ছবি দেখে সারাদেশে রটে গেল একজন অভিযুক্ত শিক্ষককে প্রকাশ্যে কানধরে উঠবস করানো হয়েছে! " - মানে কী বলতে চাচ্ছেন? "একটা ছবি" "রটে গেল" - বিষয়টা এমনই? আপনাদের মতো সম্প্রদায়কানা মানুষেরা (বা অমানুষেরা) একজন সাধারণ অমুসলমান শিক্ষকের অবমাননাই বা কী বুঝবে, আর নিরাপত্তার সমস্যাটাই বা কী বুঝবে! আপনাদের মতো অন্ধ ধর্মোন্মাদদেরকে বলে কতটুকু লাভ হবে জানিনা তবুও বলছি:

এই সরকার সাধারণ মানুষের মধ্যে খুনি অসহিষ্ণুতা তৈরী করেছে, 'জয় বাংলা' স্লোগান দিয়েই তাঁকে কানে ধরে উঠবস করানো হয়েছে, সেলিম ওসমান এবং তার বংশ শেখ হাসিনারই পোষা গডফাদার - এসবই ঠিক। কিন্তু বর্তমানে এই স্বৈরাচারী সরকার ছাড়া ওই হতভাগা শিক্ষকের জীবনের নিরাপত্তা দিতে কেউ এগিয়ে আসবে না, কারো ক্ষমতা নেই। - ধর্মান্ধতার চশমাটা খুলে এই সত্যটা দেখতে চেষ্টা করুন।

২৩ শে মে, ২০১৬ রাত ৯:৫২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাইরে, বেশি রাগ হলে মানুষের বুদ্ধিলোপ পায়। কথা বলায় আমাদের আরও সংযত হতে হবে।
আর কেউ-একজন ‘জয়-বাংলা’ স্লোগান দিলেই সে আওয়ামীলীগ হয় না। হতে পারে সে কোনো একজন কর্মী-টর্মি। কিন্তু তার জন্য আওয়ামীলীগ অভিযুক্ত হতে পারে না। তাছাড়া, আজকাল আওয়ামীলীগবিরোধীরাই সাবোটাজ করার জন্য ‘জয়-বাংলা’ স্লোগানটি বেশি ব্যবহার করছে।
আর সেলিম ওসমান ‘জাতীয় পার্টি’র এমপি। এটা কি আপনার জানা নেই? আর তার দোষ খুঁজতে গিয়ে আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আঘাত করছেন কেন? এটা শিষ্টাচারবর্জিত।
আমাদের চোখে সত্যের চশমা।
ধন্যবাদ।

৯| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার বেশীর ভাগ লেখার সাথে সহমত না থাকলেও এই লেখার সাথে সহমত।

২৩ শে মে, ২০১৬ রাত ৮:১৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

১০| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:৩১

নতুন বলেছেন: ভাই আপনারা যাকে ইসলাম রক্ষার দায়ীত্ব দিয়েছেন তার বক্তব্যটা শুনেছেন কি?? সেলিম ওসমান বলেছেন তিনি ইসলাম রক্ষার জন্য কাজটি করেছে এবং তার জন্য তার ফাসি হলেও তিনি ঝুলতে প্রস্তুত....

আপনারাও নিশ্চই এমন ইমানদারের ফাসি হতে দেবেন না।

নিচে আপনাদের সেপাহীসালারের একটা ওডিও আছে.... না শুনে থাকলে শুনে নেবেন...

https://www.youtube.com/watch?v=Hvk1wKoHcyo

নিঝুমমজুমদারের ফেসবুকের স্টেটাস কপি করলাম নিচে<<

''সেলিম ওসমান এবং সাংবাদিক নাফিজের সেই আলোচিত পুরো অডিওটি শুনলাম। অডিওটির মোট সময় ১৯ মিনিট ৪৯ সেকেন্ড। সেখানে এই সাংসদ সব মিলিয়ে ৮৭ টা গাল দিয়েছেন। তিনি যে যে গালি যতবার দিয়েছেন সেগুলোর একটা লিস্ট বানিয়েছি। এই স্ট্যাটাসটি ১৮+। অশ্লীল শব্দে যারা আহত হন কিংবা মন খারাপ করেন তাঁদেরকে সবিনয়ে অনুরোধ করছি গালাগালির লিস্ট টি না পড়বার জন্য। তবে আগ্রহীরা নীচে গিয়ে গালাগালের পরিসংখ্যানটি এক নজরে দেখে নিতে পারেন।
ুটকি মারা শব্দ দ্বয় বলেছেন- ৪১ বার
ানকির পোলা শব্দ দ্বয় বলেছেন- ৮ বার
োৎমারানির পোলা শব্দ তিনটি বলেছেন -৪ বার
াল ফালাইন্না তাঁতী শব্দ তিনটি বলেছেন -৬ বার
াল ছিঁড়া শব্দ দ্বয় বলেছেন-১ বার
াল শব্দটি বলেছেন -৩ বার
াল ফালানী শব্দ দ্বয় বলেছেন-১২ বার
মুইত্তা দেই শব্দ দ্বয় বলেছেন -২ বার
োয়া মারা শব্দ দ্বয় বলেছেন ২ বার
্যাটের বাল শব্দ দ্বয় বলেছেন ১ বার
াউয়া বলেছেন-১ বার
মায়েরে ুদি শব্দ দ্বয় বএলছেন-১ বার
ানকি পাড়া শব্দ দ্বয় বলেছেন-২ বার
োনার মধ্যে তেল শব্দ তিনটি বলেছেন-৩ বার
অডিওটির লিংকঃ https://www.youtube.com/watch?v=Hvk1wKoHcyo
অবশ্য আজকে হেফাজতে ইসলামীর পক্ষ থেকে একটি ইসলামী সঙ্গীত গেয়ে সেলিম ওসমানকে হযরত ওমররের যোগ্য উত্তরসূরী বলা হয়েছে। গানটি শুনতে চাইলে এই লিংকে যান- Click This Link

২৩ শে মে, ২০১৬ রাত ৯:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: নিঝুম মজুমদাররা ‘সাফাদি-ষড়যন্ত্রে’র নায়ক ও মোশাদের ভারতীয় এজেন্ট শিপন কুমার বসুর ঘনিষ্ঠজন। এদের গোয়েবলসীয়-অডিও আমাদের শোনার প্রয়োজন নাই। এগুলো ভিত্তিহীন।
কারণ, শ্যামল কান্তি ভক্ত সেলিম ওসমানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দাদা, ‘‘আপনি আমার ভগবান! আপনিই আমাকে বাঁচিয়েছেন।”
আর-কিছু শোনার আগ্রহ নাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।

১১| ২৩ শে মে, ২০১৬ রাত ১১:২৯

মার্কোপলো বলেছেন:




আপনার মতো ভাবনার লোকজন মানবতার জন্য হুমকি

২৪ শে মে, ২০১৬ ভোর ৫:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভুল বলেছেন, ভাই। আমরা না থাকলে আপনারা অসত্যের বীজ-বপন করে ফাঁকামাঠে গোল দিতেন!
আমরা মানবতারক্ষার জন্যই কাজ করে যাচ্ছি।
ধন্যবাদ।

১২| ২৩ শে মে, ২০১৬ রাত ১১:৫৮

রাফা বলেছেন: আপনাকে ঠিক ঐ পরিস্থিতিতে দাড় করানো উচিত /তাহোলেই সম্ভবত আপনি উপলব্দী করতে পারবেন ,একজন প্রধান শিক্ষক স্বেচ্ছায় কতটুকু করতে পারেন আর কতটুকুইবা তাকে করতে বাধ্য করা হয়েছে।আর যে সংসদ এরকম ধৃষ্টতাপুর্ণ কাজ করেছে তার অতীত ইতিহাস মোটামুটি বাংলাদেশের সবাই জানে।বিপত্তিটা শুধূ সেখানেই না ধর্মকে কুৎসিতভাবে ব্যাবহার করার চেষ্টা স্পষ্ট ব্যাপারটাতে।
প্রধান শিক্ষকের বাচার আকুতি আর অসাহায়ত্বই ফুটে উঠেছে এই ছবিতে।আর সেটাকেই বিকৃতভাবে উপস্থাপন করছেন আপনি।

২৪ শে মে, ২০১৬ ভোর ৫:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ওই শিক্ষক স্থানীয় সংসদ-সদস্যকে স্বেচ্ছায় নিজের ভগবান-জ্ঞান করেছেন। এরপরে আর কী বলার থাকে?
আপনাকে ধন্যবাদ।

১৩| ২৪ শে মে, ২০১৬ রাত ১:১১

পাউডার বলেছেন: রফিকুল হক, পাছায় বেল্টের বাড়ি পড়লে আপনার বাবা যে মন্ত্রীর পা চেটে দিতেন না তা কিভাবে নিশ্চিত হলেন?

২৪ শে মে, ২০১৬ ভোর ৫:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার নিজের বাবার কথা ভাবুন। আমার বাবার কথা আপনাকে না ভাবলেও চলবে।
আর আমার বাবার মেরুদণ্ড আছে।

১৪| ২৪ শে মে, ২০১৬ রাত ১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
উনাকে ভয়াবহ ভাবে জনসমক্ষে অপমানিত করেছে।
সুধু তাইনা, তাকে পেটানো শারিরিক ভাবে লাঞ্ছিত, আহত একজন।
এরপর বড় একটি মহল তাকে আবার হাঙ্গামার মাধ্যমে আরো গুরুতর ভাবে লাঞ্ছিত এমনকি হত্যাও করতে চাচ্ছে।
জঙ্গিরাও তাকে হত্যা করতে বদ্ধপরিকর হয়ে ফেবুতে হুমকি দিয়েছে।
এই অবস্থায় অসাহায়ত্ব আক্রান্ত হতভাগ্য হিন্দু ভদ্রলোকটির হিতাহিত জ্ঞ্যান থাকার কথা না।
তার আচরনে কিছু অস্বাভাবিকতা থাকলে সেটা এখন বিবেচিত না হওয়াই উচিত।

২৪ শে মে, ২০১৬ ভোর ৫:৪৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে ভাই, ঘটনাটি নিয়ে আমাদের দেশে পক্ষ-বিপক্ষ হয়ে যাওয়ায় এটি রাজনৈতিক ফায়দা-লোটার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
একজন শিক্ষককে কানধরে উঠবস করানোটা অবশ্যই অন্যায়। কিন্তু তিনি নিজেই যদি কারও কাছে আত্মসমর্পণ করেন, তাহলে আমাদের বুঝতে অসুবিধা থাকে না যে, এখানে ‘ডাল মে কুচ কালা হ্যায়’!
আর দেশের একটি উগ্রপন্থী তো সবসময় অবিবেচক, এদের কথা বলে লাভ নাই।
এর জন্য দায়ী: যারা শ্যামল কান্তি ভক্তকে নিয়ে বা তাঁকে পুঁজি করে রাজনীতি করে বেড়াচ্ছে।
আপনাকে অশেষ ধন্যবাদ।

১৫| ২৪ শে মে, ২০১৬ ভোর ৬:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিক্ষক হতে সবসময় মেরুদণ্ড লাগে। আরও লাগে আত্মসম্মানবোধ ও প্রবল-ব্যক্তিত্ব। আর এসবকিছু কি একজন শ্যামল কান্তি ভক্ত’র আছে?
আসলেইতো...........একটুতো ভাবতে হয়।

লেখক বলেছেন: নিঝুম মজুমদাররা ‘সাফাদি-ষড়যন্ত্রে’র নায়ক ও মোশাদের ভারতীয় এজেন্ট শিপন কুমার বসুর ঘনিষ্ঠজন। এদের গোয়েবলসীয়-অডিও আমাদের শোনার প্রয়োজন নাই। এগুলো ভিত্তিহীন।
কারণ, শ্যামল কান্তি ভক্ত সেলিম ওসমানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দাদা, ‘‘আপনি আমার ভগবান! আপনিই আমাকে বাঁচিয়েছেন।”
আর-কিছু শোনার আগ্রহ নাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।

ভাই কি খাইবেন কন।মধুতে চায়ের দাওয়াত রৈলো।কবে আইবেন খালি আওয়াজ দেন,,,,,,,,আইজ থিক্কা আমি আপ্নের ফ্যান না ৫টনি স্প্লিট এসি। :-B

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার বেশীর ভাগ লেখার সাথে সহমত না থাকলেও এই লেখার সাথে সহমত।
আবার জিগায়..............

২৪ শে মে, ২০১৬ ভোর ৬:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার মন্তব্য ভালো লেগেছে। আমার ব্লগে স্বাগতম।
আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
আর আপনার সঙ্গে দেখা করার লোভ তো রয়েই গেল!

১৬| ২৪ শে মে, ২০১৬ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যত মত তত পথ
মানুষইতো ভাবে;
তাই বলে ভীনমতে
হেঁচড়ে কামড়াবে??

যে যা বলে গুলি মারো
যা বুঝেছ তাই সই;
আজ একমত বলে
হামেশা রবো,সে বোকা নই।

ভীন মাথা ভীন মত
এটাইতো স্বাভাবিক;
ভীনমতে চুলোচুলি!!
সে ব্লগারে ধিক ধিক।

তোমা বহু পোষ্ট পড়ে
ভেবেছি তুমি সরকারী;
আজ বুঝি ভুল ছিনু
নও সে তুমি চাটুকারি।

আজ থেকে হলো মগো
জনমের সখ্যতা;
হিজ হিজ হুজ হুজ
দোস্তি-ই মুখ্যতা।

হতে পারি লিখা সনে
মতে পুরো ভিন্ন;
অটুট রবে মিত্রতা
হবেনা কভু ছিন্ন।

কি লিখেছি অগাবগা
ক্ষমো মোর বকবক;
ভালো থেকো প্রিয়সখা
সাইয়িদ রফিকুল হক
:D

২৪ শে মে, ২০১৬ সকাল ৭:০৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার লেখাটি পড়ে যারপরনাই আনন্দিত হলাম।
আর ভাবছি: ব্লগে একজন সত্যিকারের সুহৃদ পেলাম।
মুগ্ধতা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর সঙ্গে রইলো আমার প্রিয়-ফুল বকুলের একরাশ শুভেচ্ছা।

১৭| ২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৫৩

সত্যের ছায়া বলেছেন: ভাইরে...... এখানে আমি বিশেষ কিছু বলতে চাই না শুধু এটুকুই বলব শ্যামল কান্তি, পান্না, পরিমল এরা সবাই শিক্ষক নামে কলংঙ্ক।

আর আপনাকে (লেখকে ) ধন্যবাদ জানাচ্ছি ‘সোজন বাদিয়া’র মন্তব্যের প্রতি উত্তুরের জন্য। সেখানে আপনি একটি কথা বলেছেন-
“আমাদের চোখে সত্যের চশমা”
এখন আমার কথা হলো “সত্যের” কথাটি উচ্চারন না করাই ভালো। কারণ সামু কর্তৃপক্ষ এতে মাইন্ড করতে পারে.......।।
আমি “সত্য চিন্তা” লেখার কারণে আমার একাউন্টি সাময়িক ‘একসেস ব্যানড’ করে দিয়েছে।

২৪ শে মে, ২০১৬ রাত ৮:২৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সহজ-সরল ও সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

১৮| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:০৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: শ্যামল কান্তি, পান্না, পরিমল এরা সবাই শিক্ষক নামে কলংঙ্ক।
এরা নিজের সার্থের জন্যে তাদের পেশার সাথে বেঈমানি করেছে!!

২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিকই বলেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.