নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

যারা শ্যামল কান্তিকে নিয়ে কয়দিন খুব রাজনীতি করলেন তাদের এখন কী হবে?

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:২৬


যারা শ্যামল কান্তিকে নিয়ে কয়দিন খুব রাজনীতি করলেন তাদের এখন কী হবে?
সাইয়িদ রফিকুল হক

দেশের ভিতরে কতরকমের পাগল! একটা স্বঘোষিত নাস্তিক! আবার আরেকটা সমকামী! আবার আরও-কয়টা সমকামিতাকে বৈধ-ঘোষণা করার জন্য মাঠে-ময়দানে চিৎকার ও চেঁচামেচি করছে! আর মনে হয়: এরা সমকামিতাকে বৈধ-ঘোষণার জন্য আন্দোলন করবে কিংবা আদালতে যাবে! এদের ভাবখানা এমনই কুরুচিপূর্ণ।

দেশে পাগল বাড়ছে। আরও বাড়বে। কিন্তু এইসব পাগল মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। কয়দিন আগে দেখলাম নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে নিয়ে কত তোড়জোড়। আর কত আন্দোলনের প্রস্তুতি। এসব কিন্তু তাদের শ্যামল কান্তির প্রতি ভালোবাসা থেকে নয়—এসব হলো একটা সুযোগ পেয়ে তা সরকারবিরোধী-অপকর্মে ব্যবহার করা। দেশের ভিতরে সুযোগসন্ধানীরা সবসময় এভাবে ওঁতপেতে থাকে। আর ভাবে: কখন কোন সুযোগ আসে! এদের কেউই মানবিক-দৃষ্টিকোণ থেকে শ্যামল কান্তির বিষয়টি মূল্যায়ন করেনি। এরা একটা সুযোগ হাতের কাছে পেয়ে অমনি তা নিয়ে আদাজল খেয়ে একেবারে কাছা দিয়ে মাঠে নেমে পড়েছিলো। আর ভেবেছিলো: এইবার বুঝি তাদের ফাঁসিতে মৃত্যুবরণকারী একাত্তরের যুদ্ধাপরাধী-বাপজানদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। কারণ, তারা তাদের বাপজানদের রক্ষা করার চেষ্টা করেও কিছু করতে পারেনি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’ পর্যন্ত পাকি-তুর্কী হ্যাকারদের যোগসাজশে হ্যাক করেছে। তবুও কিছুতেই কিছু হয় নাই। তাই, এবার শ্যামল কান্তিকে দিয়ে যদি সরকারের কিছু-একটা করা যায় কিনা। আর তাই, এরা একজোট হয়ে ফেসবুকে-ব্লগে শ্যামল কান্তিকে নিয়ে একেবারে ঝড় তুলে ফেললো। আর তারা মনে করেছিলো: তাদের এই কাগুজে-ঝড়ে বুঝি শক্ত-ফাউন্ডেশন দেওয়া শক্তিশালী-সরকার একনিমিষে কাত হয়ে যাবে! পাগল আর কাকে বলে!

শ্যামল কান্তিকে নিয়ে কথা বলাটা দোষের কিছু নয়। আর তার পক্ষে বললেও দোষ নাই। প্রত্যেকে যার-যার অবস্থান থেকে কথা বললেও দোষ নাই। কারণ, দেশে প্রত্যেকেরই ব্যক্তিস্বাধীনতা রয়েছে। কিন্তু তাকে কেন্দ্র করে সরকারবিরোধী-কুৎসারটনা অবশ্যই দোষের। এমনকি একজন শ্যামল কান্তির জন্য অনেক পাষণ্ড রাষ্ট্রবিরোধী-বক্তব্য পর্যন্ত দিয়েছে! এগুলো কীসের জন্য? কীসের স্বার্থে? জামায়াতীদের প্রচুর টাকা আছে। আর সেই টাকায় বুঝি অনেকের শরীর এখন খুব গরম। তাই, দেশের ভিতরে কোনোকিছু ঘটলেই অমনি শুরু হয়ে যায় সরকারবিরোধী-নাশকতাসৃষ্টিকারী-বক্তব্য।

আপনারা এতো রাজনীতি বোঝেন, তবে কেন রাজনীতির মাঠে যান না! আপনারা পল্টনে যান। আর আপনারা নয়াপল্টনে যান। এমনকি আপনারা মগবাজারেও যান। এতে কোনো দোষ নাই। কিন্তু ঘরে বসে কাগজ ছিঁড়ে যুদ্ধ করবেন তা তো হয় না।

শ্যামল কান্তি ভক্ত’র বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আর আমরা শ্যামল কান্তি ভক্তসহ যেকোনো শিক্ষকের কানধরে উঠবস করানোর বিরুদ্ধে। কিন্তু শ্যামল কান্তির দুঃখজনক ঘটনাকে পুঁজি করে একটি শ্রেণীর ফায়দা-লোটার বিরুদ্ধে। বাংলাদেশরাষ্ট্রের স্বার্থে আমরা যেকোনো নাশকতার বিরুদ্ধে। আর একটি ঘটনাকে নাশকতার দিকে ঠেলে দেওয়াটা দেশবিরোধী-চেতনারই বহিঃপ্রকাশ। আসুন, আমরা দেশকে ভালোবাসি। আর দেশের বিরুদ্ধে নাশকতাসৃষ্টিকারীদের বিরুদ্ধে এককাট্টা হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলি।

জয়-বাংলা।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৫/২০১৬

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: কিছুই হবে না।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৩২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনি যখন বলেছেন দাদা, তখন কিছুই হবে না। ধন্যবাদ।
ভালো থাকবেন দাদা। আর আপনার জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা।

২| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৮

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: আবারও ভালো লাগা রেখে গেলাম।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে আমিও মুগ্ধ হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

৩| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আচার্য বাঙালি বলেছেন: সত্য বলেছেন। কিন্তু সত্য যে সবার সয় না।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন। সত্য সইবার শক্তি আমাদের অনেকেরই নেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।

৪| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার লিখেছেন। তবে ঘরে বসে যতই কাগজ ছিঁড়ুক না কেন , কোন লাভ করতে পারবে না ।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য রইলো অশেষ শুভকামনা।

৫| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: তারা আপনাকে নিয়া অভিসারে যাবে। আপনি নিজেকে সামলে রাইখেন। নাহলে আবেশে আধা নাস্তিক কিংবা পুরা সমকামী না হইলেও উভকামী হইয়া যাইতে পারেন।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি সবসময় সতর্ক। আমার ভয় হয় আপনাকে নিয়ে।
ধন্যবাদ।

৬| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:০২

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার বলেছেন ।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:১৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

৭| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর পোষ্ট , শিক্ষণীয়। লেখককে ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:০৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

৮| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাত গেয়া,বাত গেয়া
অপেক্ষা নয়া ইস্যূ;
কচলে ছিবড়ে তারা
ইস্যূকে বানায় টিস্যু।

২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে তা-ই। সুন্দর বলেছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ।

৯| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আমি সবসময় সতর্ক। আমার ভয় হয় আপনাকে নিয়ে।
ধন্যবাদ।

রিপ্লাই যা দিলেনা
সেইরাম খাসা;
হাল ছেড়ে ব্লগে আসে
তামুকের চাষা।

২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এবারও সুন্দর বলেছেন।
আপনার জন্য রইলো একরাশ শুভেচ্ছা। আর সঙ্গে শুভকামনা।

১০| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

হাফিজ বিন শামসী বলেছেন:

শ্যামল কান্তির পক্ষ বিপক্ষ উভয়েই সরকাররের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। :)



জনগন যদি বাতাস ত্যাগ করে সেটাও সাবোটাস। সেকুলাস।



অন্ধকার ঘরে বসবাসকারী টিকটিকির ডাকেও ভয় পায়।

২৫ শে মে, ২০১৬ রাত ৮:১৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: একজন শ্যামল কান্তিকে নিয়ে পক্ষে-বিপক্ষে যে-কেউই কিছু বলতে পারে। কিন্তু তাকে নিয়ে রাষ্ট্রবিরোধী-অপতৎপরতাই হচ্ছে ষড়যন্ত্র।
আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.