নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

গন্ধবিধুর ধূপ

৩১ শে মে, ২০১৬ রাত ১১:৪৫


গন্ধবিধুর ধূপ
সাইয়িদ রফিকুল হক

গন্ধবিধুর ধূপ হয়েছি
তাইতো জ্বলি দিনে,
রাতের বেলা বারুদ হয়ে
আগুন নিছি কিনে!

কামার-শালার পেরেক আমি
খাচ্ছি আগুন রোজ,
মনের সুখে বিনে পয়সায়
করছি কত ভোজ!

দুঃখ আমার জন্মবন্ধু
দুঃখ আমার সাথী,
চোখের সামনে দেখছি কত
গোলাপ-রঙের হাতি!

আমার এখন শনির দশা
কামার-বাড়ির লোহা,
পুড়ে-পুড়ে হচ্ছি ঝাঁঝরা,
কেউ বলে না আহা!

তপ্তলোহা পুড়ে-পুড়ে
কাঁদছে কত রোজ,
লোহার এমন দুঃখ দেখে
কেউ নিলো না খোঁজ!

বুকের ভিতর বারুদ জ্বলে
ফাটলে হবো খুন,
তোমার মুখে পানের হাসি
খুঁজে বেড়াও চুন!

তোমার কাছে নালিশ করে
লাভ কী আমার বলো?
তারচে বলি দুঃখটারে
তুমিই সঙ্গে চলো!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০৫/২০১৬



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ রাত ১১:৫২

বিজন রয় বলেছেন: আপনি বেশি বেশি কবিতা লিখলেই তো পারেন। রাজনীতি বাদ দিলেই তো পারেন।

ভাল হয়েছে।

০১ লা জুন, ২০১৬ সকাল ৭:০৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: তাইতো করতে চাই দাদা। কিন্তু কিছু ....মানুষের কথা শুনে মাথা ঘুরে যায় বলে ওসব লিখি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভকামনা।

২| ০১ লা জুন, ২০১৬ রাত ১২:১৯

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৩১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

৩| ০১ লা জুন, ২০১৬ ভোর ৫:২৭

হাসান ইমরান বলেছেন: কবিতার নাম দেখে নজরুলের লেখা দুটি লাইন মনে পড়ে গেলো.....

নিশ্চল নিশ্চুপ,
আপনার মনে পুড়িবো একাকি গন্ধবিধুর ধুপ।

০২ রা জুন, ২০১৬ দুপুর ১:৩৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিকই বলেছেন, কবিতাটি: ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

০২ রা জুন, ২০১৬ দুপুর ২:১৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, দাদা। আর সঙ্গে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা।

৫| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: শেষের লাইটা বোধ হয়;" সঙ্গে নিয়ে চল " লিখলে ভাল হত বোধহয় । তাছাড়া ভাল হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.