![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
অদ্ভুত তুমি সুন্দর তুমি
সাইয়িদ রফিকুল হক
সেদিন বিকালে তুমি দাঁড়িয়েছিলে
তোমাদের বাসার জানালার গ্রিল ধরে,
তোমার পরনে ছিল আকাশি-রঙের শাড়ি।
আর তা চমৎকারভাবে মানিয়েছিলো তোমার তনুদেহে
আমি দেখেছি তোমাকে কালোপেড়ে আকাশি-শাড়িতে,
আর বারবার দেখেছি তোমাকেই মুগ্ধচোখে—
কী অদ্ভুত সুন্দর লাগছিলো তোমাকে।
আর তোমার শাড়ি-পরার স্টাইলটা খুব বনেদী
এমন স্টাইল সহজে চোখে পড়ে না আজকাল
আর কী ভয়ানক আকর্ষণ তাতে!
দেখলে মুগ্ধ হবে নির্ঘাত যে-কেউ,
দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখছিলাম শুধু
তোমার শাড়ি-পরার স্টাইল,
আর একফাঁকে দেখে নিয়েছিলাম একটুখানি
তোমার কপালের রক্তলাল-টিপ।
আর মুগ্ধচোখে আমার তখন মনে হচ্ছিলো:
তুমি আমাদের সুচিত্রা সেনের একদম কাছাকাছি।
আর তখনই আমার রোমাঞ্চিত-হৃদয়ে
তোমাকে দেখে আরেকবার মনে হলো:
কী অদ্ভুত আর কী সুন্দর তুমি!
সেদিন তোমাকে শেষবিকালে বারান্দায়
অমন মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে
তোমাকে একটি কথা বলার ইচ্ছে হয়েছিলো আমার,
এমন সময় দেখলাম: তোমার রাশভারী পিতা
এসে দাঁড়ালেন বারান্দায়—তোমারই পাশে।
যে-টুকু সাহস সঞ্চয় করেছিলাম
তোমাকে এতোদিনে একটি কথা বলার
মুহূর্তে তা যেন উড়ে গেল কর্পূরের মতো,
তখন আমি বড় আফসোসে দাঁড়িয়েছিলাম রুদ্ধবাকে।
কিন্তু তোমার রাশভারী পিতার চোখটাকে
ফাঁকি দেওয়া আমার কর্ম নয়,
তাই সভয়ে একটু পরে দূরে সরে গিয়েছিলাম।
পরে যখন ফিরে আসি সম্মোহিতের মতো
তখন দেখলাম তুমি দাঁড়িয়ে নেই সেখানে।
তবু আমি দেখলাম মুগ্ধচোখে তোমাকে
আর শুধু তোমাকেই দেখলাম মানসপটে,
আর আপনমনে বলেছি তখন বারবার:
অদ্ভুত তুমি সুন্দর তুমি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৬/২০১৬
১২ ই জুন, ২০১৬ রাত ১১:১০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আবারও আপনার কাছে কৃতজ্ঞতাপ্রকাশ করছি।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে থাকছে শুভকামনা।
২| ১২ ই জুন, ২০১৬ রাত ১১:০৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার এক অনুভূতির কবিতা! বেশ লাগল...
১২ ই জুন, ২০১৬ রাত ১১:১২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। সঙ্গে বৃষ্টিস্নাত-কদমফুলের শুভেচ্ছা পাঠালাম।
আর অশেষ ধন্যবাদ আপনাকে।
৩| ১২ ই জুন, ২০১৬ রাত ১১:২৬
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল
১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনুপ্রাণিত হলাম ভাই। অনেকদিন পরে আপনার সঙ্গে বাক্যবিনিময় হলো।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
৪| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগল কবি। এগিয়ে যান। শুভ কামনা।
১৩ ই জুন, ২০১৬ সকাল ৯:১৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো অকৃত্রিম শুভেচ্ছা।
৫| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০১
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।
১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে খুশি হয়েছি।
আপনাকে অশেষ ধন্যবাদ আর ফুলেল শুভেচ্ছা।
৬| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: চমৎকার..................
১৩ ই জুন, ২০১৬ রাত ৮:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার মন্তব্যে আনন্দিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর সঙ্গে পাঠালাম ফুলেল শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬
বিজন রয় বলেছেন: তুমি সুন্দর তাই চেয়ে থাকি............
চেনা সুরের অবিরাম ধারার কবিতা।
++++