নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

বিশ্বজুড়ে আল্লাহপ্রভুর নুর

২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৬


বিশ্বজুড়ে আল্লাহপ্রভুর নুর
সাইয়িদ রফিকুল হক

ধর্ম তুমি মানবে নাকো
মানবে শুধু শয়তান!
এই দুনিয়ায় ভণ্ডগুলো
করছে দখল ময়দান।
লাভের আশায় ষণ্ডগুলো
ধরছে পাপীর লেজ,
কলিযুগে ভণ্ডসাধুর
অনেক বেশি তেজ!

ধর্ম তোমার ভাল্লাগেনা
ধর্ম চোখের বিষ!
শয়তানীটা ধরছো কষে
করছো অহর্নিশ।
মা’বুদ কোথায় খুঁজতে গিয়ে
হচ্ছো দিশেহারা,
জ্ঞানের ভারে ঈমানশূন্য
এখন তুমি সর্বহারা।

তোমার রূপে মুগ্ধ তুমি
গন্ধ তোমার নাকে,
আরও কত ভুল যে তোমার
জীবননদীর বাঁকে।
আল্লাহ কোথায় খুঁজতে গিয়ে
এখন তুমি তালকানা,
হীরকখনি পায় না খুঁজে
সামান্য এক মুদীখানা!

মনে তোমার কঠিন ব্যাধি
সারবে কেমন করে?
আল্লাহ মহান সর্বখানে
দেখলে নাতো জনমভরে।
পুঁথিগত-বিদ্যা দিয়ে
যায় না চেনা আল্লাহপ্রভু,
অন্ধ বুঝি দেখতে পায়
সূর্যটাকে কভু?

সময় আছে তওবা করার
দাও না ছেড়ে সবি,
মনটাকে ভাই শান্ত করো
বলছি অধম-কবি।
মনের ভিতর অন্ধকার
করতে হবে দূর,
দেখতে পাবে বিশ্বজুড়ে
আল্লাহপ্রভুর নুর!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৬/২০১৬

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৬

অতৃপ্তচোখ বলেছেন: ভাল লেখেছেন। কবি'কে ধন্যবাদ .।

২২ শে জুন, ২০১৬ রাত ৮:০১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।

২| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: আবার ভাবের কবিতা লিখলেন!!

বেশ তো।

২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাবই তো সব, দাদা। আর ভাবসম্পদ আছে বলেই পৃথিবীতে এখনও নীতি-নৈতিকতা টিকে আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.