![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ঈদের দিনে বৃষ্টি হলে
সাইয়িদ রফিকুল হক
ঈদের দিনে বৃষ্টি হলে
বাংলাদেশের ঘরে,
সব মানুষ যে থাকবে বসে
মনটি খারাপ করে!
বৃষ্টি ভালো সবার কাছে
বৃষ্টি মধুর লাগে,
বৃষ্টি হলে সবার মনে
কী যে আশা জাগে!
কিন্তু যদি বৃষ্টি নামে
একটা ঈদের দিনে,
লাভ কী বলো কষ্ট করে
নতুন-জামা কিনে?
বৃষ্টি তুমি এসো পরে
এখন দূরে যাও,
আলোর দেখা চায় যে সবাই
একটু সরে দাঁড়াও।
কত সাধের ঈদটা এলো
একটা বছর ঘুরে,
এমন ঈদে বৃষ্টি তুমি
একটু থাকো দূরে।
ঈদের দিনে বৃষ্টি হলে
মনটা থাকে খাঁটি?
একবছরের অপেক্ষা যে
হবে ভীষণ মাটি!
আষাঢ়-মাসে ঈদটা এলো
সঙ্গে ভীষণ আসার,
এবার বুঝি ঘাটতি হবে
ঈদের ভালোবাসার!
ঈদের দিনে বৃষ্টি চাই না
চাই যে রঙিন আলো,
বছর-ঘুরে একটা-দিনে
চাই না আঁধার-কালো!
মহান প্রভু দেখছো তুমি
সবই বসে-বসে,
একটা দিনে তারার হাসি
পড়ুক খসে-খসে।
ঈদের দিনে বৃষ্টি হলে
আমরা যাবো ভেসে,
তারচে প্রভু সবার সঙ্গে
ওঠো তুমি হেসে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৭/২০১৬
০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে রইলো ঈদের শুভেচ্ছা।
২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৮
আলম দীপ্র বলেছেন: বৃষ্টি হবেনা আশা করি !
ঈদের শুভেচ্ছা রইল !
০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে তা-ই। আজ বৃষ্টি হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো ঈদের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩
একজন নিশাদ বলেছেন: আসলেই তাই, বৃষ্টি না হলেই ভাললাগবে।