নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তোমরা রাত-দিন এতো ইসলাম-ইসলাম কর কেন? তোমাদের লজ্জা করে না?

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৫



তোমরা রাত-দিন এতো ইসলাম-ইসলাম কর কেন? তোমাদের লজ্জা করে না?
সাইয়িদ রফিকুল হক

লোকটা গ্রামের কাঁচা-সড়কের উপর দিয়ে সমানে দৌড়াচ্ছিলো আর এদিকওদিক তাকিয়ে তারস্বরে শুধু চেঁচাচ্ছিলো: “ইসলাম গেল! ইসলাম গেল! ইসলাম গেল! ওরে তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুইটে আয়! ইসলাম ডুবে গেল! ইসলাম একেবারে শেষ হয়ে গেল!”
লোকটার কথা শুনে একদল ইসলামপাগল-আত্মস্বীকৃত সৈনিক ঢাল-তলোয়ার-বল্লম-বর্শা আর লাঠিসোঁটা নিয়ে দিশেহারা হয়ে পাগলের মতো ছুটে আসতে লাগলো। আর তারা কোনোকিছু বাছবিচার না করে ভয়ানক উত্তেজিত-ভঙ্গিতে চিৎকাররত লোকটার কাছে এসে হাঁপাতে-হাঁপাতে বলতে লাগলো: “কই? কই? কই? কে ইসলাম ডোবাবে? কার এতোবড় সাহস! কে ইসলাম ধ্বংস করবে? এখনই মাথা ফাটায়ে দেবো সেই শয়তানের। সব কাফেরকে কোপায়ে-কোপায়ে ফানা-ফানা করে ফেলবো? কোথায় ওরা? কোথায় ওরা? এবার দেখাও সব শয়তানকে?”

লোকটি তখন হাতের ইশারায় বড়পুকুরটার দিকে ইঙ্গিত করে বললো, “ওই যে ওই দিকে দেখো। সাঁতার জানে না বলে আমাদের গ্রামের ‘নুরুল ইসলাম’ পানিতে ডুবে যাচ্ছে! তাড়াতাড়ি তারে বাঁচাও!”

নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্মানিত পাঠকসমাজ, এই হচ্ছে ইসলামের সৈনিকদের ইসলামপ্রেম! সাঁতার জানে না বলে নিজের ভুলে ডুবে মরছে একজন অর্বাচীন নুরুল ইসলাম! আর তাকেই কিনা সরাসরি ইসলাম বলে অভিহিত করেছে এই পাষণ্ডের দল। এভাবেই এরা সবকিছুকে ইসলাম-ইসলাম করে থাকে। আর তাদের মনগড়া সবকিছুকে নির্দ্বিধায় ইসলাম বলে প্রচার করতে থাকে। এরা নিজেরা একেকজন ইসলামের গার্জিয়ান সাজে! অথচ, এরা সবাই ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ আর ‘কচুবনের কালাচাঁদ’! আর কে এদের ইসলামের অভিভাবক নিযুক্ত করেছে? কিয়ামত পর্যন্ত এদের জবাব শোনার জন্য বসে থাকলেও এদের জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। এরা একেকজন এখন ইসলামধর্মের আত্মস্বীকৃত-অভিভাবক!

ইসলামপ্রচার করেছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম—বিপথগামীপাপীদের সুপথে ফিরিয়ে আনার জন্য। তাই, সেই সময় যারা ইসলামগ্রহণ করেছিলেন—তারা নিজেদের দীর্ঘদিনের পাপবিসর্জন দিয়ে পুণ্যপথে ধাবিত হয়েছিলেন। কিন্তু এখন যারা রেডিমেট ইসলামগ্রহণ করে ইসলামের নামে যাবতীয় খুন-ধর্ষণ-বোমাবাজি-জঙ্গীবাদী অপকর্মসাধন করছে, এরা মুসলমান হয় কীভাবে? আর এদের কে মুসলমান বলে? আসলে, এরা কারা? এরা ইসলামের নামে নিজেদের মুসলমানপরিচয় দিয়ে মানবতাবিরোধী-নাশকতায় লিপ্ত হয়ে আজ পৃথিবীটাকে আতঙ্কগ্রস্ত করে তুলছে! এরা কারা? আর এই পাপীগুলো দিন-রাত অকাম-কুকামে ডুবেও সারাক্ষণ মুখে-মুখে শুধু ইসলাম-ইসলাম করছে! এদের জন্যই আজ ইসলামের এই দুরাবস্থা। আর সত্যিকারের মুসলমানসমাজ এই পাপীদের জন্যই সর্বত্র নানাভাবে লাঞ্ছিত হচ্ছে।

এরা একেকজন পাকা-লম্পট, অভিজ্ঞ-ধর্ষক, একাধিক মানুষখুনী, হত্যাকারী, গণহত্যাকারী, পারজায়িক, গণধর্ষক, বোমাবাজ, প্রথম শ্রেণীর মিথ্যাবাদী, দেশবিরোধী, দেশের শত্রু, মানবতার দুশমন, কালোটাকার মালিক, সুদখোর-ঘুষখোর, ভূমিদস্যু, সরকারি-খাল-বিল-জলাশয়-দখলকারী—আর এরাই কিনা ইসলামের সৈনিক! এদের হাতে সবসময় থাকে আগ্নেয়াস্ত্র! এরা ধর্মের কথা বলে শুধু স্বার্থের কারণে, আর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য—আর এরাই কিনা মুসলমান?
পরনারীতে, মদে, ব্যভিচারে, ধর্ষণে দিন-রাত ডুবে আছে যে শয়তান—এখন সেও কৌশলগত কারণে আর স্বার্থের ধান্দায় শুধু ইসলাম-ইসলাম করছে! তোমাদের এতো ইসলাম-ইসলাম করতে হবে কেন? তোমরা ইসলামের কে?
নাপাক, নাজায়েজ, নাজাসাতে গালীজারাও শুধু দুনিয়ার লোভে একেবারে পাগল হয়ে নিজের স্বার্থে মানুষখুন করে পবিত্র ইসলামের দোহাই দিচ্ছে! এরা ইসলামের কে? আর এরা ইসলামের কী বোঝে? ইসলামধর্মগ্রহণের জন্য তো আগে মানুষ হওয়া শর্ত। আগে মানুষ হতে হবে। তারপর ইসলামধর্মগ্রহণ করতে হবে। পবিত্র ইসলামধর্মে পশুদের প্রবেশাধিকার চিরতরে নিষিদ্ধ।

পশুগুলো আজ মানুষখুনকে ধর্মজ্ঞান করছে! ইসলামধর্ম কি এতোই সহজ? এর কি অভিভাবক নেই? নিশ্চয়ই আছে। পবিত্র ইসলামের আইনানুগ অভিভাবক মহান আল্লাহ ও তাঁর পবিত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং তাঁদের মনোনীত প্রতিনিধিগণ। তাহলে, মানুষহত্যাকারী এই পশুগুলো ইসলামে কী চায়?

তোমরা কারা? আর তোমরা দিন-রাত কেন এতো ইসলাম-ইসলাম করছো? আর ইসলামের নামে মানুষখুন করছো? আর কেন তোমরা লোকদেখানোর জন্য এতো ইসলাম-ইসলাম করছো? মানুষহত্যা করে মুসলমান না হয়ে শুধু স্বার্থের জন্য মুসলমান-সেজে মুখে-মুখে এভাবে ইসলাম-ইসলাম করতে তোমাদের লজ্জা করে না?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৭/২০১৬

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমরা কারা? আর তোমরা দিন-রাত কেন এতো ইসলাম-ইসলাম করছো? আর ইসলামের নামে মানুষখুন করছো? আর কেন তোমরা লোকদেখানোর জন্য এতো ইসলাম-ইসলাম করছো? মানুষহত্যা করে মুসলমান না হয়ে শুধু স্বার্থের জন্য মুসলমান-সেজে মুখে-মুখে এভাবে ইসলাম-ইসলাম করতে তোমাদের লজ্জা করে না?

দারুন বলছেনে। সহমত।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সহমতপ্রকাশ করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লিখেছেন ।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যপ্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।

৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৮

আহলান বলেছেন: পোষ্টে সহমত। তবে এটাও জানতে হবে দাড়ি টুপির আড়ালে সবাইকি ইসলাম মানলেওয়ালা? আপনার পোষ্ট পড়ে অনেকেই আনন্দিত হবে, যারা ইসলামকে কাঠগড়ায় দেখতেই পুলকিত অনুভব করে .... ইসলামের জন্য তাদের দরদ ঐ রকম, খেক শিয়ালের দরদ যেমন মুরগীর উপর!

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: যারা প্রকৃত-অপরাধী এখানে তাদের কথাই বলা হয়েছে। কোনো নিরপরাধকে আক্রমণ করা আমাদের ধর্ম নয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩১

আমি নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।

২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুভেচ্ছা পাঠালাম। আর অশেষ ধন্যবাদ আপনাকে।

৫| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৫

শামছুল ইসলাম বলেছেন:
//পশুগুলো আজ মানুষখুনকে ধর্মজ্ঞান করছে! ইসলামধর্ম কি এতোই সহজ? এর কি অভিভাবক নেই? নিশ্চয়ই আছে। পবিত্র ইসলামের আইনানুগ অভিভাবক মহান আল্লাহ ও তাঁর পবিত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং তাঁদের মনোনীত প্রতিনিধিগণ। তাহলে, মানুষহত্যাকারী এই পশুগুলো ইসলামে কী চায়?// --সহমত ।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সহমতপ্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

৬| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৬

সজিব ইসলাম বলেছেন: ইসলাম কখনো নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না এবং এর জন্য পবিত্র কোরানে কঠিন সাস্তিত বিধান রয়েছে। এরা না জেনে ইসলামকে ডাল হিসাবে ব্যবহার করছে। আসলে এরা ইসলামের কেউ না। আমরা যেন ইসলাম এবং এইসব নিকৃস্ট লোক গুলোকে এক করি না ফেলি।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানুষ ইসলামকে ভালোবাসে। কিন্তু শয়তানকে নয়।
আপনাকে অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা।

৭| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩২

দেবজ্যোতিকাজল বলেছেন: ধর্ম ভিতরের জিনিস...বিশ্বাসের জিনিস...

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে তা-ই। ধর্ম কখনও উগ্রভাবে বা বাইরে প্রকাশের বিষয় নয়।
আপনাকে ধন্যবাদসহ শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.