![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
একঝাঁক বালিহাঁস
সাইয়িদ রফিকুল হক
একঝাঁক বালিহাঁস কতদিন দেখি না,
মনে হয় একদিন স্বপ্নে তাদের দেখেছিলাম,
অথচ তাদের ডানা-ঝাপটানোর শব্দ
এখনও আমার কানে বাজে!
আর তাদের উড়ে যাওয়ার ছায়াটুকু
মনে হয় এখনও মিশে আছে
বাড়ির পাশে আমাদের সবুজ জলপাই-গাছে!
তবু তাদের আজকাল একেবারে দেখি না।
এই বাংলায় কত বালিহাঁস ছিল!
তাদের আগমনে বুঝে নিতাম
এই পৃথিবীতে আজও শান্তি আছে।
এখন শুধু মানুষই হারিয়ে যাচ্ছে না
ওইসব মানবরূপী-পশুদের হাতে,
মানবরূপী-পশুদের হাতে মরছে নির্বিচারে
নিরীহ-অসহায় বনের পশু—আর কী সুন্দর বালিহাঁসের দল!
একদিন হয়তো ওরা এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৭/২০১৬
©somewhere in net ltd.