![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
রূপকুমারী লজ্জাবতী
সাইয়িদ রফিকুল হক
লাজ-রাঙা ওই মুখটি তোমার দেখতে কী যে ভীষণ ভালো,
তাই মনে হয় পাহাড় গলে ঝরছে চাঁদের মধুর আলো!
ফুল কি এমন দেখতে ভালো! তার কী আছে এমন শোভা?
এই জীবনে দেখছি তোমায়, তুমি বন্ধু চিরমধুর মনোলোভা।
রূপকুমারী রূপের রাণী লজ্জা তোমার মনের ভূষণ নুর,
তোমার বুকে ঝরছে সদাই কত রঙিন মনভোলানো সুর!
প্রজাপতির পাখনাগুলো ভীষণরকম তুচ্ছ শুধু তোমার কাছে,
এই জগতে তোমার মতো রূপকুমারী আর কি কোথাও আছে?
তোমার বুকের স্বপ্নগুলো আলতো করে দাও না একটু ছেড়ে,
আমি না-হয় মনের ভুলে একটুখানি দেখবো সেসব নেড়েচেড়ে!
তোমার মনে স্বপ্ন আছে, আরও কত স্বপ্ন দোলে আমার ছোট্ট বুকে,
ভালোবাসার একটা কথা কবে যেন মনময়ূরী ফুটবে তোমার মুখে!
মনের কথা আর কতকাল রাখবে তুমি এমনভাবে গোপন করে?
তারচে এসো ভালোবেসে স্বপ্নসুখে দিবস গড়ি সারাজীবন ধরে।
আকাশভরা জোছনা কত! প্রেম যে ঝরে রাতের আঁধার ঠেলে,
তোমার মতো রূপকুমারী আর পাবো না মনের ডানা মেলে।
তুমি বন্ধু একটু হাসো একটু তাকাও জোছনাভরা চিরসবুজ চোখে,
ভালোবাসা চাই যে শুধু, আর যা বলুক এই সমাজের লোকে।
মনের কথা ফুল হয়ে তাই ঝরুক তোমার স্বপ্নমাখা চিরসবুজ মুখে,
ভালোবাসার রূপসাগরে দুজন মিলে হাসিমুখে থাকবো ভেসে চিরসুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৫/২০১৮
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বী, অনেকদিন পরে।
আপনাকে ১০০ভাগ চিনতে পেরেছি।
সালাম, দাদা।
এবার থেকে শুধু সাহিত্য নিয়ে লেখালেখির ইচ্ছা।
আর নিয়মিত, ইনশা আল্লাহ।
[email protected]
একটা ই-মেইল প্রত্যাশা করছি (যদি সম্ভব হয়)।
অনেক-অনেক শুভেচ্ছাসহ শুভকামনা আপনার জন্য।
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: অবশ্যই যোগাযোগ হবে।
ইমেইল নম্বর নিয়ে যাচ্ছি।
অনেক ধন্যবাদ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: আমার একটাই আফসোস আমি কবিতা লিখতে পারি না।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাংলাদেশের মানুষ নাকি বেশি কবিতা লেখে।
আমরা তো কবিতার দেশের লোক।
আপনার গদ্য পড়বো।
অনেক ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে শুভেচ্ছাসহ শুভকামনা।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪
জগতারন বলেছেন: সুন্দর কবিতা।
পাঠে মুগ্ধ আমি।
কবি সাইয়িদ রফিকুল হক -এর প্রতি অভিন্দন জ্ঞাপন করিতেছি।
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুনে আনন্দিত হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে রেখে গেলাম ফুলেল শুভেচ্ছা:
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
বিজন রয় বলেছেন: দুই বছর এক মাস পর পোস্ট দিলেন!!!!!
কেমন আছেন??
আমাকে চিনতে পেরেছেন??
আপনার কবিতা থেকে এতদিন বঞ্চিত করেছেন।
এবার কি একটু নিয়মিত হবেন?