![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
হৃদয়-মেরামতের একটা গ্যারেজ চাই
সাইয়িদ রফিকুল হক
এই পৃথিবীতে সবকিছু মেরামতের গ্যারেজ আছে
কিন্তু হৃদয়-মেরামতের কোনো গ্যারেজ নাই!
অথচ হৃদয় ভাঙে প্রতিমুহূর্তে-প্রতিক্ষণে,
নদীর পাড় ভাঙতে তবুও কিছুটা সময় লাগে
কিন্তু হৃদয় ভাঙতে কোনো সময় লাগে না।
সময়ে ভেঙে যায় আমাদের মসৃণ-সুন্দর হৃদয়,
অসময়ে ভেঙে যায় আমাদের সুরভিত-হৃদয়,
সকালে ভাঙে শান্ত-জীবনমুখী-স্বপ্নীল হৃদয়,
দুপুরে ভাঙে আবার সেই ভাঙা হৃদয়,
বিকালে ভাঙে ভগ্নহৃদয়ের ভাঙা অংশটুকু!
রাতে ভাঙে হৃদয়ের শেষ অবশিষ্টাংশ,
আমাদের হৃদয় শুধু ভেঙেই যাচ্ছে প্রতিনিয়ত,
তবুও ভাঙা হৃদয়-মেরামতের একটু সুযোগ নাই!
তবুও পৃথিবীতে হৃদয়-মেরামতের কোনো গ্যারেজ নাই!
সকল ভাঙা হৃদয় মেরামতের জন্য সব মানুষের পক্ষে
এই পৃথিবীতে আজ হৃদয় মেরামতের একটা গ্যারেজ চাই।
তবে পৃথিবী থেকে অকালে ঝরে যাবে না আমাদের স্বপ্ন,
তবে পৃথিবী থেকে হারিয়ে যাবে না আমাদের ভালোবাসা,
পৃথিবীতে আজ তাই হৃদয়-মেরামতের একটা গ্যারেজ চাই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০১/২০১৮
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: হৃদয় তো কোনো যন্ত্র নয়।
হৃদয় মেরামত করার জন্য মানূষের জন্য কিছু করুন। তাহলে হৃদয় শান্ত থাকবে, আরামে থাকবে।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
ইসমত বলেছেন: জানুয়ারি মাসের চাহিদা নভেম্বরের মুখে প্রকাশ করা মানেই হলো আপনার প্রয়োজনীয়তা সম্পর্কে উদাসীন ছিলেন। হৃদয় মেরামতের কার্যকরী গ্যারেজ বাংলাদেশেই আছে। লাখো মানুষ সুস্থ হয়েছেন।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: কেউ কেউ তো গ্যারেজের ঠিকানা দিয়েছেন। চেষ্টা করে দেখুন
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪
হাবিব বলেছেন:
গ্যারেজের ঠিকানাঃ এলাকার যে কোন মসজিদ
গ্যারেজের মিস্ত্রীঃ যে কোন হক্কানী আলেম, যার কোরআন ও হাদিস বিষয়ে সত্য সঠিক জ্ঞান রয়েছে।
গ্যারেজে প্রবেশের শর্তাবলী: অবশ্যই আল্লাহকে ভয় করার মানসিকতা থাকতে হবে। নিজের হৃদয় সত্যিকার অর্থেই ভালো করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ ভুল ঠিকায় গেলে আপনার ভাঙা হৃদয় আরো ভেঙে যাবে। সেক্ষেত্রে সন্ধানদাতা কোন ভাবেই দায়ী নয়।