![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
নির্বাচনের ডামাডোলে
সাইয়িদ রফিকুল হক
নির্বাচনের ডামাডোলে
খাচ্ছে লোভী ডিগবাজি,
এরা সবাই টাকার কুমির
কেউ বা আবার হাজি!
অনেকজনের ডিগ্রী আছে
বিদেশ থেকে আনা,
এমন সুধীর নামটা নেওয়া
ভীষণরকম মানা!
অর্থলোভে অনেকজনই
হচ্ছে ভীষণ পাগল,
এরা এখন খাচ্ছে সবই
যেন আস্ত ছাগল!
লোভের আগুন বাড়ছে বেশি
পুড়ছে কারও মন,
এতো টাকার পরও দেখি
চাচ্ছে আরও ধন!
মানুষ এখন ধনের পাগল
টাকায় নড়েচড়ে,
হুঁশ থাকে না অনেকজনের
দেখলে টাকা কড়কড়ে!
আগের মতো নেতা নাইরে
হবে দেশের সন্তান,
এখন সবাই চাচ্ছে শুধু
দখল নিতে ময়দান!
নির্বাচনের ডামাডোলে
অনেকজনই পাগল,
নিজের লোভে দিচ্ছে খুলে
দেশ-জনতার আগল।
নিজের স্বার্থে নিজের লোভে
কমছে সবার বিবেক,
রাজক্ষমতার লোভে সবাই
হইছে এখন এক!
দেশের কথা ভাবতে গিয়ে
অনেকজনই লোভী,
এদের কথায় ভুলছে নাতো
ঘরপোড়া ওই ভবী!
নির্বাচনের ডামাডোলে
ঠিক নাইরে মাথা,
ইতিহাসের পৃষ্ঠা খুলে
দিসনে কারও ব্যথা।
দেশের কথা ভেবে সবাই
হও রে মানুষ খাঁটি,
দেখবে তখন সোনা হবে
বাংলাদেশের মাটি।
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০১৮
২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জেনে আনন্দিত হলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।
সঙ্গে একরাশ শুভেচ্ছা।
২| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: দেশের কথা কেউ ভাবে না-- এটাই তো সমস্যা।
২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমরা ভাবলে সবাই ভাববে।
আর দেশের কথা ভাবার কিছু লোক তো আছেই।
আমরা তাদের সঙ্গে থাকবো।
আপনাকে অশেষ ধন্যবাদসহ শুভকামনা।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
হাবিব বলেছেন: হায় কবে যে সেই দিন আসবে?
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসবে। সুদিন আসছে। আরও আসবে।
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
ভগবান গণেশ বলেছেন: ভালো লিখেছেন।
অনেকদিন পরে আপনার লেখা পেলাম।
শুভেচ্ছা।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫
মাহমুদুর রহমান বলেছেন: আপনার প্রতিভাকে আমি সম্মান জানাই,কিন্তু মানুষ এখন এসব আমলে নেয় না।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি মানুষের জন্যই লিখেছি।
মানুষ সংখ্যায় কম হলেও শক্তিশালী। আর সাহিত্য কারও মনোরঞ্জনের জন্য নয়।
আপনাকে অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০
মীর সাজ্জাদ বলেছেন: খুব সুন্দর হয়েছে। পড়ে অনেক ভালো লাগলো।