![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তোমার অনেক অপরাধ
সাইয়িদ রফিকুল হক
তোমার অনেক অপরাধে
পাপ যে দেখি বেশি,
তারউপরে সময়-সময়
ফুলাও আবার পেশী!
দীন-দুনিয়ার কিছুই তুমি
মানছো নাতো মনে,
তোমার দেখা মিলছে সদাই
ষড়যন্ত্রের বনে।
ষড়যন্ত্রের গহীন বনে
ঘুরছো তুমি সুখে,
ভালো কথা শুনি নাইতো
তোমার নষ্ট-মুখে।
বাপের নামে চলছো অনেক
এখন দেখো পথ,
তোমার খোঁজে আসবে বুঝি
পাকিস্তানের রথ!
‘মুই কি হনু’ ভাবটা তোমার
খুবই অহংকারী,
তাইতে দেখি সবখানেতে
ভীষণ পায়াভারী!
বয়স তোমার অনেক হলো
ছাড়লে নাতো ভুল,
এবার বুঝি সব হারিয়ে
ভাঙবে তোমার কূল!
পা-দুখানা রাখছো তুমি
সুনীল আকাশপানে,
দেশের বুকে ঘুরছো তুমি
পাকিস্তানের টানে!
দিনদুপুরে চুরিদারি
করছো অনেক বেশি,
লাভ হবে না আর ফুলায়ে
তোমার নগ্ন-পেশী।
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০১৮
২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে শুভেচ্ছাসহ শুভকামনা।
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
জগতারন বলেছেন:
পা-দুখানা রাখছো তুমি
সুনীল আকাশপানে,
দেশের বুকে ঘুরছো তুমি
পাকিস্তানের টানে!
চমৎকার !
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছাও অগুনতি।
আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন।