![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
আমি একটা বারান্দা কিনতে চেয়েছিলাম
সাইয়িদ রফিকুল হক
আমি অনেক কষ্টে
একচিলতে একটা বারান্দা
কিনতে চেয়েছিলাম,
সেই বারান্দায় শুয়ে-শুয়ে
আমি রোজ গুনতে চেয়েছিলাম
আকাশের অগণিত তারা।
আবার কখনও-কখনও
শীতের কচিরোদে বসে-বসে
চেয়েছিলাম অনেক সাধের
স্বপ্নের জাল বুনতে।
অনেক শখ করে
আমি একটা বারান্দা কিনতে চেয়েছিলাম,
সেই বারান্দায় বসে দেখবো
পৃথিবীর সোনাঝরা নরম রোদ।
সময়ের ব্যবধানে অনেককিছু মরে গেছে
আমার জীবন থেকে,
কিন্তু এখনও মুছে যায়নি
একচিলতে একটা বারান্দা কেনার স্বপ্ন।
আমার একটা বারান্দা কেনার
খুব ইচ্ছে হয়েছিলো,
আজও সেই ইচ্ছেটা মাঝে-মাঝে
মাথাচাড়া দিয়ে ওঠে বুকের গভীরে,
আমি কতদিন মনকে বলেছি:
ওসব আমাদের সাজে না,
তবুও পোড়ামন ছাড়ে না শখ।
বাড়ি তো বানাতে পারবো না,
ফ্ল্যাটের বুকিংও হয়তো দেওয়া হবে না
আমার কোনোকালে,
স্বপ্নঝরা এই জীবনে দেখা মিলবে না
কোনো একটা বাড়ির,
তাই একমাত্র বারান্দাই আমার ভরসা।
অনেক আশায় কত ঘুরেছি,
আর কত অনুরোধ করেছি বিত্তবানদের,
কিন্তু কেউ সামান্য রাজী হয়নি
আমার কাছে একচিলতে বারান্দা বিক্রয় করতে!
মনের দুঃখে এখনও স্বপ্ন দেখি একটা বারান্দার
অথবা ঘুমঘোরে চোখে ভাসে একচিলতে বারান্দা!
কেউ কি বিক্রয় করবেন একটা বারান্দা?
একচিলতে একটা বারান্দা?
আমার আকাশ দেখার বড় শখ,
আর ভালো লাগে পৃথিবীর সোনাঝরা রোদ,
যদি আমার একটা একচিলতে বারান্দা থাকতো!
আমি এখনও একটা বারান্দা কিনতে চাই।
সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮
০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, সে তো আরও বেশি টাকার দরকার।
আপাততঃ শীতে রোদ পোহাতে চাই।
অশেষ ধন্যবাদ আপনাকে।
২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুনে আনন্দিত হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছা।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
শাহারিয়ার ইমন বলেছেন: বারান্দা কেনা হলে বলবেন,তারা দেখতে যাব !
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অপেক্ষায় থাকুন।
তারা দেখার আমন্ত্রণ জানাবো।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ বাহ। আপনি যে বিষয়ে আলোকপাত করেছেন। আমার মনের ভিতরে গেথে গেলো। একটা খোলা বারান্দা, ফুলের টব। অনেক দিনের স্বপ্ন। ভালো লাগে। আর এটা অবশ্যই বহুতল কোন ভবনে। আকাশ কাছে থাকবে
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব সুন্দর বলেছেন।
আপনার স্বপ্ন সত্য হোক।
অনেক-অনেক ধন্যবাদ আপনাকে।
আর শুভেচ্ছা অফুরান।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
নজসু বলেছেন: আপনার সাথে দাঁড়িয়ে একসাথে বারান্দা থেকে নীলাকাশ দেখতে চাই কবি।
কবিতা পাঠে মন তৃপ্ত হয়েছে।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম।
আমন্ত্রণ রইলো, বারান্দা থেকে নীলআকাশ দেখার।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
বারান্দার বদলে একটা ছাদ কিনেন, সেখান থেকে মংগল গ্রহ দেখতে পাবেন।