![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ওঠরে তরুণ
সাইয়িদ রফিকুল হক
বিপদটাতো কেটে গেছে আঁধার রাতের শেষে,
শকুনগুলো মরছে এখন কলজে ফেটে দেশে।
পরের ভালো দেখলে এরা লাফায় ব্যাঙের মতো,
নিজের পাপে অভিশাপে হবে সবাই নত।
খুনীর দলে নীতিকথা বললে কেহ মানে?
ওদের স্বভাব মানুষজনে ভালোমতোই জানে।
তবুও এরা লাফায় বেশি দেখায় কত পেশী!
একেকটাকে দেখলে তুমি ভাববে এলোকেশী!
পরের ক্ষতি করতে এরা নামবে নিজে কূপে,
গোড়া কেটে গাছের আগায় ঢালবে পানি চুপে!
এদের মতো ধান্দাবাজে ভেল্কি দেখায় কত,
দেশের মানুষ এদের চাপে হবে নাকি নত?
আঁধার রাতের বিপদ যেন আসে নাকো আর,
অলসঘুমের জোয়ার ভেঙে জেগে ওঠো আবার।
মুখচেনা সব বাঁদরগুলো ভেংচি কাটে নেশায়,
ওঠরে তরুণ, রুখে দাঁড়া, জাতির সর্বনাশায়।
সাইয়িদ রফিকুল হক
০৫/১১/২০১৮
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুভেচ্ছাসহ
অশেষ ধন্যবাদ আপনাকে।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগায় আনন্দিত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আর শুভেচ্ছাও।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জাগরনের সময় এখনি। সুন্দর কবিতা লিখে মন কেড়ে নিলেন
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন জনাব।
০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞ।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছাখানি।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: দুঃখ নিরোধের উপায় হল মন থেকে কামনা-বাসনা বিদূরিত করা। একমাত্র কামনামুক্ত হৃদয়েই নির্বাণের প্রদ্বীপ জ্বলে এবং এ প্রকার দুঃখের অবসান ঘটে।