![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ভোটলোভীরা ব্যস্ত এখন
সাইয়িদ রফিকুল হক
ভোটলোভীরা ফন্দি করে
চাইছে কত ভোট,
টালবাহানার রাজনীতিতে
আছে এদের জোট!
জাতির পায়ে কুড়াল মেরে
চাইছে এরা হাঁটতে,
নিজের স্বার্থে দেশের বেড়া
চাচ্ছে এরা কাটতে!
নিজের পায়ে হাঁটতে মানা
চড়ছে পরের কাঁধে,
লোভআগুনে ফাটল খোঁজে
বাংলাদেশের বাঁধে!
ভোটলোভীরা ব্যস্ত এখন
ফটকা-বুলি ছাড়তে,
মূর্খগুলোর ভোটটা ওরা
চায় যে এবার কাড়তে!
মুখোশধারী-ছদ্মবেশী
খেলছে ভোটের খেলা,
ক’দিন পরে দেখবো আরও
রাজাকারের মেলা!
পরের ঘরের বেড়া কেটে
ঢুকছে চোরের দল,
ভেল্কিবাজি-খেলোয়াড়ে
জানে ভীষণ ছল!
ভোটের আশায় ডিগবাজিতে
ভাঙছে কারও হাড়,
তবুও দেখি স্বার্থনেশায়
নাই যে কোনো ছাড়!
দেশদরদী সাজতে গিয়ে
পড়ছে ধরা চোর,
টক-শো-পার্টির ভণ্ডগুলো
করছে তবুও শোর!
চোরের গলা এখন দেখি
হচ্ছে বেশি বড়,
বীর-বাঙালি জেগে উঠে
এবার এদের ধরো।
সাইয়িদ রফিকুল হক
০৭/১১/২০১৮
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য
অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছা অফুরান।
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০
জমীরউদ্দীন মোল্লা বলেছেন: একদম সময় উপযোগী। দারুন লিখেছেন।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
সঙ্গে রেখে যাচ্ছি শুভেচ্ছা অফুরান।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
আব্দুল্লহ আল মামুন বলেছেন: ভাই রাজনীতির উপর ঘেন্না ধরে গেছে। আর সেই চিত্রটা আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, তবুও আমাদের রাজনীতি ধরে রাখতে হবে।
রাষ্ট্রপরিচালনার জন্য রাজনীতিও অপরিহার্য। কিন্তু যারা রাজনীতির নামে ভণ্ডামি করছে তারা অবশ্যই ঘৃণার পাত্র।
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজনীতির এই পটভূমি আমরা চাইলেই পাল্টাতে পারি। তবে চাইতে হবে চাওয়ার মতো করে
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: দেশে সুস্থধারার রাজনীতিকে সমর্থন জানাতে হবে।
আমাদের নিজেদেরও অনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। তাহলে, আমাদের রাজনীতিও শতভাগ সুস্থ ও সবল হয়ে উঠবে।
অনেক ধন্যবাদ শুভেচ্ছা আপনাকে।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
অপর্ণা সেন বলেছেন: সময়-উপযোগী। ভালো লেগেছে।+++
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ দিদি।
সঙ্গে শুভেচ্ছা ও শুভকামনা।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর এবং সত্য।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
ভগবান গণেশ বলেছেন: অনেকদিন পরে দাদা আপনার লেখা পেলাম।
নিয়মিত লিখবেন।
ভালো লিখেছেন।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বী দাদা। অনেকদিন পরে।
এখন থেকে নিয়মিত হওয়ার ইচ্ছা।
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
আর
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: সমাজের বাস্তব চিত্র।
ভালো লাগলো।
০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগায় খুশি হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছাও।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
কথাকথিকেথিকথন বলেছেন:
বীর বাঙ্গালী একাত্তরে যে শুয়েছে এরপর আর জেগে উঠে নি ! সমসাময়িক বাস্তব ফুটে উঠেছে ছড়ায় । ভাল লেগেছে ।
০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, বাঙালি দেশের প্রয়োজনে ফিনিক্স-পাখির মতো জ্বলে ওঠে। এই বাঙালি অনেক সচেতন হয়েছে। আশা করি, আরও সচেতন হবে। এই প্রত্যাশায় কবিতাখানি।
আপনার ভালোলাগায় আনন্দিত হলাম।
আর আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি তো সেই কবিতা লিখেন দেখি। আমার ভালোবাসা ও দোয়া রইলো জনাব।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক সুন্দর বলার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
আর ভালোবাসা ও দোয়া দিয়ে পাশে থাকার জন্য যারপরনাই আনন্দিত।
শুভকামনা আপনার জন্য।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫
শাহারিয়ার ইমন বলেছেন: আমার কাছে ছড়ার মত মনে হল ,সহজ সরল ।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, সহজ-সরল।
কারণ, এটি স্বরবৃত্ত-ছন্দে লেখা।
আপনাকে অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা।
আর শুভকামনাও।
১২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭
রাফা বলেছেন: বাহ্ বেশ ভালো হয়েছে আপনার কবিতা।সুন্দর করে ফুটিয়ে তুলেছেন নেতা নামের দুর্বৃত্তদের ফন্দি ফিঁকির।
ধন্যবাদ,সা.র.হক।
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
১৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৮
আচার্য বাঙালি বলেছেন: ভালো লাগলো। ভণ্ডনেতাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।
১৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাইজান।
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান।
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকুন।
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
সাইয়িদ রফিকুল হক বলেছেন:
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে।কবে যে একজন নিঃস্বার্থবান নেতার দেখা মিলবে!