![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ভোটের মিলনমেলা
সাইয়িদ রফিকুল হক
তোমার মাথা নষ্ট হলো আবার ভোটের সময়,
আমজনতার মার্কা দেখে তোমার মনে ভয়!
নির্বাচনে আসতে তোমার দিচ্ছে কেহ বাধা?
ভোটের আগে তোমায় কেন লাগে এতো সাধা?
ভোটের খেলা রাজনীতি যে ভোটটা কর আগে,
ভোট-বাতিলের চিন্তা ফেলে দাঁড়াও অনুরাগে।
দেশের ছেলে তুমি নাকি দেশের কথা ভাবো,
নাকি তোমার মনের ভিতর করছে খাবো-খাবো!
মনে তোমার ফন্দি আছে তাইতে এতো বাধা,
জলটা ঘোলা করে শেষে খায় যে পানি গাধা!
তোমার মনে আছে নাকি এমনকিছু প্যাঁচ?
তোমরা আবার সুশীলসমাজ পাকিস্তানের ব্যাচ!
রাজনীতিতে সবল হয়ে দাঁড়াও ভোটের মাঠে,
খেলা ফেলে কেন তুমি ঘুরছো পরের হাটে!
আবোলতাবোল কথা বলে করছো নিজের ক্ষতি,
ভোটের আগে ঠিক করগে তোমার মতিগতি।
দেশজনতার সমর্থনে হতে পারো বিরাটবড় কিছু,
নির্বাচনে বাধা দিয়ে হবে কেন ভণ্ডতম শিশু!
রাজনীতিটা করছো যখন খেলতে হবে খেলা,
বীর-বাঙালি গড়ে তোলো ভোটের মিলনমেলা।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৮
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: তা-ই হোক।
আপনার পোস্ট পড়েছি।
ধন্যবাদ ও শুভকামনা।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
রাজীব নুর বলেছেন: ইলেকশনে জিতলে ঢাকা-কক্সবাজার উড়ালসেতু
বানিয়ে দেবো --হিরো আলম
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাইরে, অনেকে চাপার জোরেই টিকে আছে।
নির্বাচনে ভালোলোকের জয় হোক।
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি দেখি ভালই নির্বাচনী কবিতা লেখেন!
কবিতায় প্লাস+++
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার কাছে নির্বাচন মানেই আনন্দ।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: নির্বাচন আনন্দের এবং পছন্দের মানুষের বিজয় আরও আনন্দের।
অনেকদিন দেখিনি আপনাকে।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
ফোয়ারা বলেছেন:
সুষ্ঠু নির্বাচন হোক এই কামনা।
আমার আজকের পোস্ট, পড়ে আসার অনুরোধ পথপ্রান্তের খোশ গল্পঃ ছুটির দিন ।