![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
চিরঅন্ধ
সাইয়িদ রফিকুল হক
অন্ধ ছিলে ভালো ছিলে
তবুও বিবেক ছিল খোলা
এখন তোমার বিবেক অন্ধ
চক্ষু শুধু খোলা!
যে হৃদয় ছিল ফুলের মতো
সেখানে আজ শ্বাপদের বাস,
অথবা তোমার হৃদয়ভূমি আজ
ঘাতক-চাষের নিরাপদখনি!
তোমার হৃদয় শুধু পরিত্যক্ত বলে
সেখানে জুটেছে আগাছার দল!
শক্ত পাথরের মতো হৃদয়ে
আগাছারা গেঁথে আছে কতকাল।
তোমার হৃদয় এখন রীতিমতো ভাগাড়,
সেখানে আজ আর অবশিষ্ট নেই
সামান্য একটুকরো পলিমাটি,
হৃদয়ে তোমার ফুল ফুটবে কীভাবে?
ভুজঙ্গের মতো হৃদয় তোমার
ফণা তোলে বারেবারে,
ভালোবাসা চেনে নাকো
দংশন চেনে দক্ষতার সাথে!
মানুষ তুমি শুধু অবয়বে
আর সবই তোমার পাশবিক,
তবুও তোমার মনে দেখি
আত্মতৃপ্তির ভয়ংকর হাসি!
অন্ধ ছিলে ভালো ছিলে
তবুও দেখতে মনের চোখে,
এখন বন্ধ তোমার হৃদয়-দুয়ার,
তুমি যে এখন চিরঅন্ধ!
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০১৮
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা অগুনতি। আর শুভকামনা।
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আর শুভেচ্ছাসহ শুভকামনা।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
নজসু বলেছেন:
আপনার লেখা আগেও পাঠ করেছি।
মন্ত্রমুগ্ধের মতো লাগে।
ব্লগে না থাকলে কিছু পোষ্ট নজর এড়িয়ে যায়।
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগায় খুশি হলাম।
অনেক-অনেক ধন্যবাদ ভাই।
আর শুভেচ্ছা রেখে গেলাম।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছারাশি।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর +++
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুভেচ্ছা স্বাগতম।
অনেকদিন দেখিনি। ভাবলাম, বেড়াতে গিয়েছিলেন।
শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: সুন্দর