![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ঈমানচোরার গল্প
সাইয়িদ রফিকুল হক
কলজে ফেটে মরিস নারে ঈমানচোরার দল,
পাপের ভারে পড়বে ভেঙে তোদের বুকের বল।
মিথ্যাকথা বলতে-বলতে জিহ্বা তোদের আগুন,
চেটেপুটে খাইলি তোরা সভ্য জাতির ফাগুন।
মানুষ-নামের পশু তোরা তারচে ভয়ংকর,
ধর্মপ্রেমের নাটক তোদের ফাঁকি শুভংকর!
মানুষ-মারার ফন্দি করে খেলছো কত খেলা,
তোদের সঙ্গে আছে আরও দেশ-বিদেশের চেলা।
বুকের বল যে নাই রে তোদের পড়লি তোরা শুয়ে,
হাঁটবি তোরা এখন বুঝি একটু নুয়ে-নুয়ে!
দেশের গর্বে বুক ভরে না এমনি তোরা পাষাণ,
তোদের মতো পশু থেকে চায় যে জাতি আসান।
দেশের এতো সুনাম শুনে বুকটা ভাঙে শোকে,
হারামখোরের দল যে বলে সাধে কি আর লোকে!
বিনাকাজে খাচ্ছে যারা তারাই এখন পাজী,
ঘুষের টাকায় হচ্ছে বেকুব অনেক বড় হাজী!
পাপীর খাতায় নাম লিখিয়ে ভণ্ডগুলো নেতা,
ছলে-বলে চাই যে ওদের একটু ভোটে জেতা!
ঈমানচোরার দল ঢুকেছে আমার সোনার দেশে,
বীর-বাঙালি ওঠরে জেগে এবার বীরের বেশে।
ভালোলোকের মার্কা দেখে ভোটটা দিয়ো সবাই,
দেশের স্বার্থে বসে থাকার আর তো সময় নাই।
দেশ-জনতার পক্ষে যারা তারাই জাতির আশা,
এমনতর দেশপ্রেমিককে জানাই ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
০৬/১১/২০১৮
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আর শুভকামনা।
২| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
ভগবান গণেশ বলেছেন: ভালো লাগলো। দেশপ্রেমের কবিতা।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা বন্ধু।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লিখেছেন। কবিতায় +++++
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
পাশে থাকায় আনন্দিত ও কৃতজ্ঞ।
শুভেচ্ছা ও শুভকামনা।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: দারুণ কবিতা। +++
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কোথাও বেড়াতে যাইনি জনাব, প্রতিদিন ক্লাস থাকেতো তাই খুব দুর্বল লাগার কারণে ব্লগে নিয়মিত সময় দিতে পারছি না। তবে আপনাদের পোষ্ট সময় পেলেই পড়তে চলে আসি। আপনাদের লিখা খুব কাছে টানে....
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ।
মন দিয়ে পড়ালেখা করুন। আর অবসরে এখানে আসবেন।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।