![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
কীসের এত ভাবনা?
সাইয়িদ রফিকুল হক
কীসের এত ভাবনা তোমার যাবে কতদূরে?
হঠাৎ করে ঝড় উঠেছে মনের অন্তঃপুরে!
জীবনটাকে শান্ত কর, ধর বিবেক-রশি,
দেখবে তুমি তোমার মনে হাসে কেমন শশী!
ছুটছো তুমি দিগ্বিদিকে পাগলা-ঘোড়ার মতো,
সারাদিনে লাভের হিসাব কষলে দেখি কত!
বুকের ভিতর শিল্পকলা করে না যে খেলা,
তোমার বুকে বারেবারে বসে লাভের মেলা!
মানুষ তোমার জীবনটাতো পদ্মপাতার পানি,
এই আছে তো এই যে নাই রে, শোনো মহাবাণী!
তবুও কেন কাটছো তুমি কোন সে ঘোড়ার ঘাস!
একটু পরেই বন্ধ হবে হয়তো তোমার দীর্ঘঃশ্বাস।
সত্যপথে জীবনগড়ার মানুষ বড় অভাব,
অসৎপথে চলা জেনো অমানুষের স্বভাব।
পাগলা-ঘোড়ার লাগামটাকে ধর এবার টেনে,
জীবনটাকে গড়তে হবে চিরায়ত নিয়ম মেনে।
মানুষ তোমার ভাবনা কীসের? পড় গ্রন্থরাজি,
তবুও তুমি হয়ো নাকো ভণ্ড কোনো হাজি।
জীবনটাতে আসবে তোমার লোভের কত সুযোগ,
মানুষ হলে এসব তুমি করবে নাকো ভোগ।
উল্টাপথের ভাবনা রেখে হাঁটো সরল পথে,
অটল বিশ্বাস রাখো তুমি সুধীজনের মতে।
মানুষ তোমার ছোট্ট জীবন গড় সোনার রঙে,
আর থেকো না লোকদেখানো ভণ্ডসাধুর ঢঙে।
সাইয়িদ রফিকুল হক
১৭/১১/২০১৮
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতার ওপর হঠাৎ রাগ যে! নাকি অভিমান?
কবিতাই সাহিত্যের মূলশাখা।
কবিতাই পারে তরুণসমাজকে জাগাতে। আর পারে সমাজ বদলাতে।
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২
তারেক ফাহিম বলেছেন: মানুষ তোমার জীবনটাতো পদ্মপাতার পানি,
এই আছে তো এই যে নাই রে, শোনো মহাবাণী!
তবুও কেন কাটছো তুমি কোন সে ঘোড়ার ঘাস!
একটু পরেই বন্ধ হবে হয়তো তোমার দীর্ঘঃশ্বাস।
বেশ ভালোলাগা, চিরন্তন সত্য বাণি।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগায় আনন্দিত।
আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২
অপর্ণা সেন বলেছেন: জীবনবোধের কবিতা। ভালো লাগলো।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দি।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
আমি নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা বলেছেন: ভালো লেগেছে।
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
সঙ্গে শুভেচ্ছা ও শুভকামনা।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা রেখে গেলাম।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভণ্ডসাধুর ঢঙে সুন্দর
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন! অনেক ভালোলাগা।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
করুণাধারা বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুনে আনন্দিত হলাম।
অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা অফুরান।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক ভালো হয়েছে। আপনার জন্য শুভ কামনা।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
কেমন আছেন? পড়ালেখায় ব্যস্ত বুঝি?
শুভেচ্ছা ও শুভকামনা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: আমি আজ কাল কবিতা লেখার বিপক্ষে চলে গেছি। যারা কবিতা লিখে তাদের বিরুদ্ধেও চলে যাব।
কবিতা লিখে কি হয়? কিছুই হয় না।