![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
প্রকৃতির বিচার
সাইয়িদ রফিকুল হক
তোমার আশায় জেলখানাতে ছিলাম বসে কত,
তখন তুমি বাইরে বসে ফুর্তি করতে শত!
এখন তুমি জেলখানাতে বাইরে আছি আমি,
সব ভালো তার শেষ ভালো যার এখন আমি দামি!
নিজের পাপে অন্ধ হয়ে আমায় দিলে জেল!
এখন তুমি অপরাধী খতম তোমার খেল!
বিনাদোষের মানুষজনকে দিয়েছিলে শাস্তি,
ইয়ার বকশী সঙ্গে নিয়ে করেছিলে মাস্তি!
পাপ যে এমন ভয়াবহ জানতে নাতো তুমি,
তোমার পাপে আজও কাঁপে বাংলাদেশের ভূমি!
পাপ করেছো পাপী তুমি শাস্তি পাবে পাপের,
দেশ-জনতার প্রতিরোধে ভুলবে যে নাম বাপের!
কীসের বড়াই কর তুমি রাজাকারের ছেলে?
সারাজীবন মরবে পচে বাংলাদেশের জেলে।
ভুল করেছো ভুলের মাশুল দিতেই হবে তোমায়,
পার পাবে না এবার তুমি কোনো বুলেট-বোমায়!
অনেক পাপের পাপী তুমি সাক্ষী চোখের জল,
সব মানুষের ঘৃণাচোখে ভাঙবে বুকের বল।
আমায় তুমি জেলখানাতে করেছিলে বন্দী,
এখন তুমি জেলে আছো বিফল তোমার ফন্দি!
বিশ্ববিবেক বিচার করেন একটু আগে-পরে,
সব খবরই রাখেন তিনি পাপ যে তোমার ঘরে!
প্রকৃতির ওই আদালতে শাস্তি হবে সবার,
ভুল কোরো না মানুষ তুমি এমন বারবার!
সাইয়িদ রফিকুল হক
১৫/১১/২০১৮
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা।
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভালো হয়েছে। তবে কাকে উদ্দেশ্য করে লেখা সেটা বুঝতে পারলাম না।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
এটা স্যাটায়ার। আশা করি, বুঝে নিবেন।
আপনার জন্য একরাশ শুভেচ্ছা।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: লেখা অনেক চমৎকার হয়েছে ।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
অনেকদিন পরে আপনার দেখা পেলাম।
শুভেচ্ছা ও শুভকামনা রেখে গেলাম।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাপ বাপকেও ছাড়ে না।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিক তাই।
অশেষ ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: আমি রসগোল্লা ভেবে- প্রান ভরে খেয়ে এখন দেখি যে গোল আলু । আমি ব্রাহ্মন ভাবিয়ে, চরণ সেবিয়ে এখন দেখি যে, ব্যাটা কলু !
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লাগা +++++
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক খুশি হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: কবিতা ভালো লেগেছে।