![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
আমার অনেক বন্ধু ছিল—১
সাইয়িদ রফিকুল হক
আমার অনেক বন্ধু ছিল, বন্ধু বড় খাঁটি!
বাইরে তারা দেখতে ভালো ভিতরে যে মাটি!
বন্ধুগুলো বলতো কথা মানতো নাতো যুক্তি,
আজাব থেকে বাঁচার আশায় চেয়েছিলাম মুক্তি।
তাদের কথা না-শোনারই করেছিলাম ভান,
বেলাশেষে দেখি একদিন থামলো তাদের গান।
আমার অনেক বন্ধু ছিল তারা কত ভালো!
সত্য শুনে মুখটি অমনি করতো ভীষণ কালো!
এদের পেটে বুদ্ধি ছিল, মাথা ছিল খালি,
যুক্তি শুনে তাইতো ওদের মুখে আসতো গালি!
নিজের জ্ঞানে হাসতো এরা অনেক শব্দ করে,
সত্য ফেলে মিথ্যা খেত পেটটি ভীষণ ভরে!
এদের মগজ ছিল নাতো মাথার কোনো পাশে,
হাঁটুভরা ঘিলু নিয়ে এরা শুধু কাশে!
আমার অনেক বন্ধু ছিল প্রেমরোগে সব পাগল,
বুদ্ধির যাদের একটু বেশি তারা ছিল ছাগল!
এদের মাথায় থাকলে ঘিলু মিথ্যা ভালোবাসে?
হাঁটুভরা মগজ নিয়ে এরা বেঁচে আছে!
আমার অনেক বন্ধু ছিল বুদ্ধি ভীষণ ভালো,
দেখতে এরা ফর্সা হলেও ভিতরটা যে কালো!
সাইয়িদ রফিকুল হক
১৯/১১/২০১৮
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কথা সত্য।
তবে অনেক বন্ধু বিশ্বাসঘাতক।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
আরোহী আশা বলেছেন: বেশ সুন্দর লিখেছেন..........।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
ভগবান গণেশ বলেছেন: দারুণ স্যাটায়ার। +++
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা বন্ধু।
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনার বন্ধুরা ভালো থাকুক।
আমার অনেক বন্ধু ছিল। সব গুলোই বিরাট বদ। ঝাটা মেরে সব গুলোকে বিদায় করেছি।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো করেছেন।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সেলিম৮৩ বলেছেন: সব বন্ধু এরকম নয়। কষ্ট![|-)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_50.gif)