![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
আমার দেশের রাজনীতিটা
সাইয়িদ রফিকুল হক
রাজনীতিতে ল্যাং খেয়ে যে হইছে এখন কাকা,
তিনিই এখন বুদ্ধিজীবী তৈলমালিশে পাকা।
টাকা-পয়সার পাহাড় গড়ে তিনি নাকি নেতা!
যদিও বা সব জিনিসের জোটে নাতো ক্রেতা!
এই দেশেতে চলছে এখন বুদ্ধিজীবী-ব্যবসা,
রাজনীতিটা দেখি এখন অনেকেরই পেশা!
লোভপাপীদের খেলতামাশা চলছে দিনে-রাতে,
আমার দেশের রাজনীতিটা ব্যবসায়ীদের হাতে!
রাজনীতিটার দোকান খুলে চলছে বেচাকেনা,
এই সুযোগে নষ্টগুলোর বাড়ছে আনাগোনা।
নষ্টগুলো বিকায় নাতো কোনো দোকানপাটে,
তবু দেখি লোভপাপীরা উঠছে কারও হাটে!
দেশের আশা জাতির ভাগ্য করিসনারে নষ্ট,
জাতির ভাগ্যে চাপাসনারে শুধু নিজের কষ্ট!
দেশের স্বার্থে রাজনীতিটা চলছে নাতো বেশি,
লোভআগুনে পুড়ে-পুড়ে দেখাস কেন পেশী?
ভালোমানুষ বাঁচার আশায় ঘুরছে দ্বারে-দ্বারে,
তবু কেন স্বার্থশত্রু করছে আঘাত বারেবারে?
পুরাতন আর বাসি-পচা খাচ্ছে নাতো কেউ,
তবু দেখি ওরাই এখন বাঘের আগে ফেউ!
স্বার্থভোগের মূলনীতিটা করতে হবে বাতিল,
দেশের স্বার্থে ঝেড়ে ফেল অর্থলোভী-কাতিল।
আমার দেশের রাজনীতিটা হবে দেশের স্বার্থে,
সবাই এসো দলে-দলে মিলাই গলা শুধু পরার্থে।
সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৮
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
ভীতু সিংহ বলেছেন: সুন্দর কবিতা। পড়ে ভালো লাগলো।
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আর শুভেচ্ছাসহ শুভকামনা।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাই।
শুভেচ্ছা রেখে গেলাম।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৬
তিক্তভাষী বলেছেন: মোদের আদর্শ নেতা
মখা এবং বদি।
ছলে বলে কৌশলে
দখল করবো গদি।
বিরোধিদের ধরে ধরে
করে ফেলবো গুম।
জালভোটে বাক্স ভরার
লেগে যাবে ধুম।।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: দারুণ কবিতা.....
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সাইয়িদ রফিকুল হক - জনাব, বদি ও বদু-র মধ্যে পার্থক্য কি ?