![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মানুষগুলো উঠুক জেগে
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন ভাবছে নিজের কথা,
কারও দুঃখে কারও মনে লাগে নাতো ব্যথা!
সবাই যেন অস্থির এখন কীসের যেন যন্ত্রণা,
এদের মনে কে যে দিবে ভালোবাসার মন্ত্রণা!
আগের মতো মানুষ কোথায়? সহজ-সরল প্রাণ,
ভালোবাসা জাগিয়ে তাই এবার কর এদের ত্রাণ।
ভালোমানুষ চাই যে আরও দেশের বুকটা জুড়ে,
নইলে যে ভাই জাতির বিবেক যাবে ভীষণ পুড়ে!
বুকের ব্যথা কমাও ভাইরে মানুষগুলো জাগিয়ে,
সবাই আসো সবার পাশে শুদ্ধমনে হাতটা বাড়িয়ে।
আমরা যদি জেগে উঠি জাগবে তবে সোনার দেশ,
দেখবে তখন থাকবে নাতো মিথ্যা-পাপের লেশ!
ভালোবাসা শক্তি বড় সবাই কেন আছো বসে?
দেশগঠনের রশি এবার সবাই মিলে ধর কষে।
নিজের স্বার্থ যাও না ভুলে, দেখ জাতির আশা,
সব মানুষের বুকে এবার উঠুক জেগে ভালোবাসা।
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০১৮
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম বন্ধু।
অশেষ ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
জগতারন বলেছেন:
কবিতা পাঠে মুগ্ধ।
কবি সাইয়িদ রফিকুল হক -এর প্রতি অভিন্দন জ্ঞাপন করতেছি,
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম বন্ধু।
অশেষ ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ।
আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা ও শুভকামনা।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ চমৎকার কবিতা.....
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ আপনাকে।
নিয়মিত পাশে থাকার জন্য কৃতজ্ঞ।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
জগতারন বলেছেন:
কবিতা পাঠে মুগ্ধ।
কবি সাইয়িদ রফিকুল হক -এর প্রতি অভিন্দন জ্ঞাপন করতেছি,