নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ভুল কোরো না কেউ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮



ভুল কোরো না কেউ
সাইয়িদ রফিকুল হক

ভুল করেছো জীবনভরে, করবে কত ভুল?
তোমার ভুলটা ঝরে গিয়ে ফুটবে কবে ফুল?
ভুলের রাজ্যে বসবাসে বাড়বে তোমার মান?
তবুও কেন ভুল করিছো তুমি রহিম খান?

ভুল কোরো না ভুলের রাজা, ভুলটা ফেল ঝেড়ে,
কঠিন ভুলে জীবনটা যে নিবে তোমার কেড়ে!
অনেকজনই ভুল করিয়া কাঁদে পথের ধারে,
ভুলটা এমন মহাপাপ যে কাউকে কি আর ছাড়ে?

ভুল কোরো না ভুলের রাজা, সোজাপথে আসো,
ভুলে ডুবে অন্ধকারে তুমি কেন চুপটি করে হাসো?
ভুল করিয়া বড়াই করে করছো নিজের ক্ষতি,
অহংকারে ডুববে তোমার মনের রূঢ় গতি।

ভুল কোরো না ভুলের রাজা, জীবন বড় ছোট,
আত্মবোধন মনে জাগায় তুমি জেগে ওঠো।
হিসাব করে কদম ফেলে ছুটবে সবার আগে,
দেখবে তুমি, জীবন তোমার উঠবে ভরে রাগে।

ভুল করেছো খেলার ছলে, ভুল কোরো না কেউ,
ভুলকুকুরে জীবনভরে করবে শুধু ঘেউ-ঘেউ!
মনের ভিতর আবর্জনা আছে যত পুঞ্জীভূত,
সকলকিছু ঝেড়ে ফেলে আত্মশুদ্ধি কর সঞ্চিত।


সাইয়িদ রফিকুল হক
০৩/১২/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আরোহী আশা বলেছেন: অসাধারন............

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ আপনাকে।

আর শুভেচ্ছা ও শুভকামনা রেখে গেলাম।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: এত এত কবিতা প্রতিদিন লেখা হয় তবু তো বাজারে চালের দাম কমে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: চালের দাম তো এখন কম।

আর কবিতা কি চালের দামের জন্য?

কবিতা তো জীবনের জন্য।

শুভেচ্ছা ও শুভকামনা।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবিতা দামে চাল বিকায় না এটা কবিদের ব্যর্থতা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিরা পৃথিবীতে ভালোবাসার ফুল ফোটায়।

চালের দাম তারা বোঝে না।

শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.