![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
জীবনে রোদ চাই
সাইয়িদ রফিকুল হক
জীবনের রোদ্দুর
ঢাকা পড়ে গেছে অচেনা মেঘে,
আবার কবে সূর্য উঠবে এই অভাগার জীবনে?
মেঘের বেড়া যেন জীবনজুড়ে!
হাসিটুকু কেড়ে নিয়েছে ঘনকালো মেঘ,
মাথার উপরে দুলছে শুধু অবিশ্বাসের ছায়া।
জীবনের আলো
নিভে যাচ্ছে কুটিল মেঘের সর্বগ্রাসী চেহারায়,
যে রোদটুকু জমেছিল বড় ভালোবাসায়
তাও আজ কেড়ে নিচ্ছে অচেনা মেঘের দল!
ভালোবাসার ঝোলাটা দেখি শূন্য পড়ে আছে,
সেখানে এখন গাঢ় অন্ধকারের ভয়ংকর উলঙ্গ নৃত্য।
জীবনের রোদ্দুর
আবার কবে উঠবে এই বাধার পাহাড় পেরিয়ে?
আবার কবে দেখবো আলো ঝলমলে সেই সকাল?
আবার কবে দেখবো শিউলিঝরা সোনালি প্রভাত?
আবার কবে বয়ে আনবে নতুন সূর্য জীবনের রোদ্দুর?
একটু বাঁচার জন্য এই জীবনে আজ শুধু রোদ চাই।
সাইয়িদ রফিকুল হক
২৯/১১/২০১৮
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলুম।
শুভেচ্ছা আর শুভকামনা।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
নজসু বলেছেন:
কিছু স্বপ্ন থাকে যা কখনো পুর্নতা পায়না,
কিছু ছন্দ থাকে যা কখনো কবিতা হয়না!!
জানি আমার সুর কখনো তোমায় ছোঁবে না,
হয়তো তুমি কখনো আমার হবে না!!!!!
তবুও একদিন মেঘমুক্ত ঝকঝকে আকাশে সোনালী রোদ উঠবেই।
আলোকিত হবে জীবন নামক অন্য একটি আকাশ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: আমার একটা রোদ চশমা লাগবে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: গুলিস্তানে ভালো-ভালো রোদ-চশমা পাওয়া যায়।
আর তা সহজলভ্য।
পাশে থাকায় কৃতজ্ঞ।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
নজসু বলেছেন:
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
উপস্থিত।