নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

গুলবাগিচার সেরা ফুল

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪



গুলবাগিচার সেরা ফুল
সাইয়িদ রফিকুল হক

গুলবাগিচায় মাতামাতি করছে কত ফুল!
ধরাধামে আজকে এলেন আমাদেরই রাসুল।
বিশ্বজাহান হাসাহাসি করছে কত সুখে,
রাসুল এলেন ধরাধামে—পুণ্য চন্দ্রমুখে।

সাগর-নদী, গিরি-পাহাড় হাসে কত খোশে,
বিশ্বনবীর আগমনে নাচছে সবাই জোশে!
আজকে খুশির পুণ্য ঈদে নাইরে কোনো ভেদ,
সবাই এসো ভালাবাসায়—ভুলে মনের জেদ।

গুলবাগিচার সেরা ফুল আন মোহাম্মদ রাসুল,
নবীর শানে দরুদ পড়ে ভাঙরে মনের ভুল।
ভালোবাসার ঢেউ জেগেছে আজকে সবার মনে,
আয়রে সবাই ঈদের জোশে—যাসনে পাপের সনে।


সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৯

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: এত সুন্দর লেখা তবুও কেউ পড়েনি! :( :( :(
ভালোবাসা প্রিয় রাসুল সা.-এর প্রতি।

১৪ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বন্ধু।
আর সঙ্গে শুভকামনা।

২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। খুব সুন্দর কবিতা। খুব সুন্দর কবিতা।

১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।
সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.