![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তবুও বসে আছি
সাইয়িদ রফিকুল হক
ভালো থাকি কেমন করে?
বসিয়ে রেখে গিয়েছিলে যে-কদমগাছটার নিচে
আজ সকালে সেটি উড়ে গেছে প্রচণ্ড ঝড়ে,
মাথার উপরে এখন রোদ নাই, ছায়া নাই,
তবুও আশায়-আশায় বসে আছি বৃষ্টিতে ভিজে।
কথা ছিল আসবে তুমি—
তারপর বহু বছর ধরে বপন করবো শুধু স্বপ্ন,
স্বপ্ন-বীজেরা বুঝি মরে যাচ্ছে বিনা রোপণে,
আশার ছলনায় তারা কেঁদেছে অজন্মা হয়ে,
তবুও মেলেনি একটু চোখের দেখা কোনোদিন।
পৃথিবীতে এখন ছলনার রাজত্ব—
আশায় বুক বেঁধে ডুবে যাচ্ছি ছলনার জলে,
কাঙ্ক্ষিত স্বপ্ন লুটে নিচ্ছে অনাকাঙ্ক্ষিত স্বার্থ,
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে—মেলেনি একটু ছায়া,
আশায় বসে আছি—তবুও জোটেনি কারও মায়া।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৯
১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ বন্ধু।
অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা রইলো।
২| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৬
কিরমানী লিটন বলেছেন: খুব ভালো লিখেছেন....
+++++
১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ
আর শুভকামনা ভাই।
৩| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৭
নুরহোসেন নুর বলেছেন: 'পৃথিবীতে এখন ছলনার রাজত্ব'
-যথার্থ বলেছেন সহমত।
কেউ কারো জন্য অপেক্ষা করেনা,
ঝরা বকুলের মত কেউ মালা হয় আবার কেউ মালা ছিড়ে দেয়।
আমাদের অপেক্ষা শেষ হয়না।
১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকার জন্য কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
খুশি হয়েছি।
শুভেচ্ছাসহ শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: অনেক সুন্দর কবিতা।
নির্ভেজাল সাহিত্য। +++