![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
একটুকরো সন্ধ্যা
সাইয়িদ রফিকুল হক
পড়ন্ত বিকালশেষে
পৃথিবীতে নেমে আসে নিঝুম সন্ধ্যা,
কতদিন এইসব সন্ধ্যা দেখতে চেয়েছি
দু’চোখ ভরে। দেখা হয়নি কখনো
আগের মতো অবাক বিস্ময়ে।
একদিন একটুকরো সন্ধ্যা হঠাৎ করে
ঢুকে পড়ে ছিল আমার জানলার ফাঁক গলে!
আহা! কী সুন্দর ছিল মনভেজানো সেই সন্ধ্যাটুকু!
তাকে আমি আদর করে ধরে রাখতে পারিনি,
অভিমানে সেই সন্ধ্যা আবার ফিরে গিয়েছে
কার্তিকের পড়ে থাকা অলস-নিস্তব্ধ মাঠে।
পৃথিবীতে কত সন্ধ্যা আসে আর যায়,
একটা সন্ধ্যাও দেখা হয় না আগের মতো
দু’চোখ ভরে আর খুব অবাক বিস্ময়ে।
আমরা এখন অনেক কাজে স্মৃতিভরা সন্ধ্যাগুলো
কেমন করে যেন অবহেলায় তাড়িয়ে দিচ্ছি!
আহা! একটুকরো সন্ধ্যা যদি আবার আসতো
সেদিনের মতো আমার জানলার ফাঁক গলে।
তবে আমি তাকে ধরে রাখতাম ভালোবাসার কোলে।
সাইয়িদ রফিকুল হক
০৫/১০/২০১৯
১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ বন্ধু।
শুভেচ্ছাসহ শুভকামনা।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: সুন্দর! মন ভরে গেল।+++