নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

আজবদেশের আজবখেলা

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫



আজবদেশের আজবখেলা
সাইয়িদ রফিকুল হক

ছাগল কি আর ভাত খায় রে? ছাগল খাবে ঘাস,
পচাভাতের পায়েসগুলো চাটবে কুকুর বারোমাস।
সবার পেটে হয় না হজম—পোলাও কিংবা ক্ষীর,
তাইতে দেখি অনেক ভণ্ডের শয়তান এখন পীর!

আজবদেশে আজবভণ্ড দেখবে আরও কত কী!
এই দুনিয়ায় মানুষজনের দেখার অনেক বাকি।
শুয়োরগুলো কচু চেনে—গাধায় চেনে মূলা,
ভণ্ডগুলো দেশজনতার—দিচ্ছে চোখে ধূলা।

আজবদেশে আজবখেলা চলছে সমানতালে,
জেলঘুঘুরা বসে আছে স্বার্থলোভের ডালে।
মানুষগুলো বাঁধা আছে পেটিকোটের ফিতায়,
অপরাধীর লোভআগুনে উঠছে মানুষ চিতায়।

ছাগলগুলো লাফায় বেশি—নাক যে গলায় শুধু,
এদের নাকি ভালোলাগে পাকিস্তানীমধু।
পাকসেনারা ছিল এদের বাপের বড়ভাই,
বাপ-চাচারা মরে গেছে—ছাগল চেঁচায় তাই।

আয় রে ছাগল, চাষ করেছি কতরকম ঘাস,
সবটা খেয়ে তোরা শুধু করবি জাতির সর্বনাশ।
আজবদেশের আজবছাগল হচ্ছে এখন বুদ্ধিজীবী!
এরা জাতির মাথা হলে—বলবো কাদের পরজীবী?


সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০১৯


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: অসাধারণ স্যাটায়ার।
ভালোলাগাসহ +++

১৪ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ বন্ধু।
শুভেচ্ছাসহ শুভকামনা।

২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.