![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
পেঁয়াজ-সমাচার
সাইয়িদ রফিকুল হক
পেঁয়াজগুলো যাচ্ছে কোথায়?
খাচ্ছে কে রে পেঁয়াজ?
কোন্ রাক্ষসের লোভআগুনে
জ্বলছে বাজার আজ?
দাজ্জাল বুঝি এসে গেছে!
হচ্ছে খেলা শুরু,
দূর-দেশেতে বসে-বসে
কে যে নাচায় ভুরু!
নিম্নজাতের লোভীশুয়োর
উঠছে এখন জাতে,
কালোটাকার ফ্যাক্টরিটা
ঝুলছে এদের হাতে!
ভদ্রবেশী মাতালগুলো
করছে দেশের ক্ষতি,
বজ্রআঘাত হানতে হবে
এই পশুদের প্রতি।
দেশের ভালো চায় না যারা
তারাই জাতির ঘাতক,
জনগণের কষ্ট দেখে
হাসছে অধম-পাতক!
পশুগুলো চিনছে শুধু
কালোটাকার পাহাড়,
এদের পাপে বন্ধ হবে
মধ্যবিত্তের আহার!
রাষ্ট্র তুমি ঘুরে দাঁড়াও
পশু বধের নেশায়,
বীর-বাঙালি জেগে আছে
শক্তি দেখার আশায়।
পেঁয়াজগুলো যাচ্ছে কোথায়?
বলতে হবে খুলে?
রাষ্ট্র তুমি আঘাত কর
মূলপাপীদের মূলে।
সাইয়িদ রফিকুল হক
১৪/১১/২০১৯
১৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
কিরমানী লিটন বলেছেন: তাতে কি ভাই? দাদিতো পিঁয়াজ জনগনকে খেতে মানা করে দিয়ে সাংবিধানিক দায়িত্ব ঠিকই পালন করেছেন
তাছাড়া সামনে ব্রিটেনে নির্বাচন। খরচা পাতির ব্যাপার আছে না? ওদিকে আমেরিকার জীবন যাত্রার মূল্য বেড়ে গিয়েছে। সন্তান- সন্ততি, নাতি- পুতির সংখ্যাও জন্ম নিয়ন্ত্রন করে ঠেকানো যাচ্ছে না। তাই বাড়তি খরচ পোষাতে একটু আধটু ধান্দা ফিকির না করলে চলবে ক্যামনে কি?
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: রাষ্ট্র তুমি ঘুরে দাঁড়াও
পশু বধের নেশায়,
বীর-বাঙালি জেগে আছে
শক্তি দেখার আশায়।[/sb
কবিতা রাজনীতির উর্ধ্বে।
যারা পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কারসাজি করছে তারা জাতির শত্রু।
তাদের ধ্বংস চাই।
অশেষ ধন্যবাদ ভাই।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: পেঁয়াজ খুব ভোগাচ্ছে।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সিন্ডিকেট খুব জ্বালাচ্ছে।
অশেষ ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১২
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: ভালো লাগলো। সময়ের কবিতা। +++
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: লাইক দিলাম। যথার্থ প্রতিবাদী কবিতা।