![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মূর্খমানব
সাইয়িদ রফিকুল হক
তুমি এমন মূর্খমানব,
ভাবছি এখন তোমায় দানব।
বুকের ভিতর ঘৃণা রেখে—
শোনাও তুমি ভালোবাসার বাণী!
মূর্খমানব, তোমায় আমরা জানি, জানি।
তোমার বুকে কীসের ব্যথা? বুঝতে আমরা পারি,
একটু সুযোগ পেলেই তুমি—দিবে কোথাও পাড়ি!
দেশের জন্য মায়াকান্না দেখছি তোমার বুকে,
বীর-বাঙালির দুঃখ দেখে—ফোটে হাসি তোমার মুখে!
কত ভালো ছেলে তুমি! সময় হলে হবে কত বড়!
দেশের ভালো করতে তুমি শত্রু করছো জড়ো!
তোমার মতো অনেক পাঁঠা চাচ্ছে দেশের ক্ষতি,
অনেক লোভে নাই যে ভালো তোমার মতিগতি।
বুকের ভিতর বাজে তোমার কোন সে পুরের গান?
দেশের ভালো শুনলে তুমি বন্ধ করো কান!
তোমার মতো রামপাঁঠাদের লাগবে নাকো দেশের,
দেশের শত্রু মূর্খমানব, বুঝবে মানে এই শ্লেষের?
সাইয়িদ রফিকুল হক
২৩/১১/২০১৯
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আনন্দিত।
আমার ব্লগবাড়িতে আমন্ত্রণ।
আর সমালোচনা করবেন ই্চ্ছেমতো।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
ভালো লাগলো।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৫
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: খুব সুন্দর স্যাটায়ার।
কবিতায় +++
৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩০
ভগবান গণেশ বলেছেন: ভালো লাগা রইলো।
+++++
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬
নার্গিস জামান বলেছেন: সুন্দর![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)