![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
কষ্টের পৃথিবীতে
সাইয়িদ রফিকুল হক
কষ্টগুলো আমার খুব আরামে বসে আছে বুকপাহাড়ে,
এদের নেমে যাওয়ার কোনো ইচ্ছে নাই—
আমিও এদের নেমে যেতে বলি না।
এক কষ্টকে নামিয়ে দিলে বুকপাহাড়ে জমবে আরেক কষ্ট,
তারচেয়ে এই ভালো—থাক না আমার পুরাতন বন্ধুরা,
কেন মিছামিছি তার সাথে শত্রুতা বাড়িয়ে তুলবো?
কষ্টগুলোকে এখন বন্ধুই ভাবি, আর সুখটাকে ভাবি শত্রু,
তাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে ওঠে—
এই অকৃতজ্ঞ-অবিবেচক বন্ধুর আমার কোনো প্রয়োজন নাই।
কষ্টগুলোকে এখন খুব আপন আর কাছের মনে হয়,
আর সবকিছুইতো দূরে-দূরে থাকে স্বার্থের টানে—
এসো বন্ধু, কষ্টের পৃথিবীতে বেঁচে থাকি শুধু কষ্ট ভালোবেসে।
সাইয়িদ রফিকুল হক
৩০/১১/২০১৯
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কথা সত্য।
আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: এতো দেখি কষ্টবিলাস কবিতা।
যে কষ্টকে ভালবাসতে পারে সে তো অনেক সুখি।
সুন্দর কবিতায় +++++।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অ-নে-ক-কা-ল পরে আমার দাদাকে কাছে পেলাম!
খুব খুশি হলাম দাদা।
মন থেকে ভালোবাসা আর শ্রদ্ধা আপনার জন্য।
আর শুভকামনা।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: আরে কি বলেন!!
আপনার কথা আমার মনে থাকে সবসময়।
বর্তমানে খুব ব্যস্ততা যাচ্ছে, তাই সবার ওখানে যেতে পারি না।
সেজন্য কিছু মনে করবেন না।
জানুয়ারি থেকে কাজ একটু কমবে।
তখন অনেক কথা হবে।
শুভসন্ধ্যা।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হলাম দাদা।
খু-উ-ব...
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম আপু।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভকামনা।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
ওমেরা বলেছেন: আামার মনের কথা গুলো খুজে পেলাম আপনার কবিতায়। অনেক ভালোলাগা কষ্টের কবিতায়।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালোলাগায় আনন্দিত।
অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: পৃথিবীটা আনন্দের জায়গা।
অথচ কিছু মানুষ পৃথিবীর আনন্দ মাটি করে দিয়েছে।