![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
শুধু একপলকের দেখায়
সাইয়িদ রফিকুল হক
চলন্ত রিক্সায় হুড তুলে যাচ্ছিলো মেয়েটি,
তবুও একপলক যেন দেখেছি তাকে!
খুব সুন্দর হাসি লেগে ছিল তার মুখে।
কী সুন্দর ছিল সেই মনোরমার মুখটি!
আরেক পলক যদি দেখতে পেতাম তাকে,
নিশ্চয়ই খুব জোরে আকাশ-কাঁপিয়ে বলতাম:
ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে,...।
শুধু একপলকের একটু দেখায়
মনটা এখন
কেমন-কেমন করে সারাক্ষণ!
মনগহীনে বারেবারে উঁকি দেয় সেই মুখ,
যদি আরেকবার তাকে দেখতে পাই—
মনে পাবো বড় সুখ!
আর-একবার সেই মুখ যদি না দেখি
মরেও পাবো না মনে শান্তি!
কোথায় গেলে খুঁজে পাবো তাকে?
সেই মুখ হৃদয়ের প্রশান্তি।
চলন্ত রিক্সায় শুধু একপলকের জন্য
দেখেছিলাম একটি অনিন্দ্য সুন্দর মুখ,
কতখানে খুঁজি, পাই না তবুও তার একটু দেখা,
জানি না, সেই মনোরমা ভাগ্যে আছে কিনা লেখা!
সাইয়িদ রফিকুল হক
০৭/১২/২০১৯
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
ভালোবাসামিশ্রিত শুভেচ্ছা রইলো।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
অনেক ধন্যবাদ। আর শুভেচ্ছা অগুনতি।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আহা আহা
তারে দেখিয়া আবার হারাইলাম
না তাহাকে আর পাইলাম
সুন্দর হয়েছে
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সরস মন্তব্যে
আনন্দিত হলাম আপু।
অশেষ ধন্যবাদ আপনাকে। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
ভালোবাসামিশ্রিত শুভেচ্ছা রইলো।
আপনি লিখে যান। সাথেই আছি। থাকবো।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা পড়লাম।