![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তুমি বৃষ্টি হলে
সাইয়িদ রফিকুল হক
তুমি যেন খুব লাজুক বৃষ্টি,
ডাকলে কখনো কাছে আসো না,
হঠাৎ-হঠাৎ নিজের খুশিতে ঝরাও আনন্দ!
তোমার ইচ্ছেগুলো কেমন যেন!
হঠাৎ চমকে দেয় আমার হৃদযন্ত্রটাকে পর্যন্ত,
তোমার খুশির ঝিলিকেও যেন ভীষণরকম লাজুকতা!
তুমি যে কেন সত্যি-সত্যি বৃষ্টি হলে না!
তবুও তোমাকে মাঝে-মাঝে ছুঁয়ে দেখতে পারতাম,
এখন তোমার-আমার মাঝে অভিশাপের দূরত্ব সপ্তপারাবার।
তুমি বৃষ্টি হলে আমার যে খুব মজা হতো!
ইচ্ছেমতো তোমার রুপালি জলে ভিজতে পারতাম সকাল-দুপুর,
তুমি বৃষ্টি হলে শ্রাবণের সন্ধ্যাটা আমার খুব ভালো কাটতো
তোমার ছন্দময় গান শুনে-শুনে।
তুমি একদিন বৃষ্টি হলে আমায় একটু দেখা দিয়ো,
সেদিন আমি খোলাপ্রান্তরে নেমে তোমার ছোঁওয়ায় আন্দোলিত হবো,
তুমি একদিন বৃষ্টি হলে আমার খোলা জানালার ধারে একটু এসো,
আর হাসিমুখে ছড়িয়ে দিয়ো তোমার ভালোবাসার সুগন্ধি ফুলকণা!
সাইয়িদ রফিকুল হক
০৯/১২/২০১৯
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
অপর্ণা মম্ময় বলেছেন: আরো ভাল ভাল কবিতা পড়েন, আশা করি আপনার লেখারও উন্নতি হবে। পরিবর্তন আসবে।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: আমার সামু ব্লগে তিনজনের কবিতা ভালো লাগে। তার মধ্যে আপনি একজন।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সে তো আমার সৌভাগ্য।
খুশি হয়েছি।
অসংখ্য ধন্যবাদসহ শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন------