নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ফুলের বনে গন্ধ নাই
সাইয়িদ রফিকুল হক
ফুলের বনে গন্ধ যে নাই, গন্ধ কোথায় গেল!
দেশের বুকে শান্তি পাই না, শান্তি কীসে খেল?
মানুষজনের বুকের ভিতর নাই যে কোনো মায়া,
তারউপরে চারিদিকে শকুনদেরই দেখছি শুধু ছায়া!
চিরচেনা শকুনগুলো ঘুরছে সবার পাশে,
অনেক পাপী তাদের দেখে কেমন করে হাসে!
ভণ্ডগুলো দিনে-রাতে ছুটছে টাকার লোভে,
মনুষ্যত্বের লেশমাত্র নাই যে এদের স্বভাবে।
রাজনীতিতে ভণ্ডগুলো খাচ্ছে শুধু ডিগবাজি,
এই পাপীদের অনেকেই যে বিরাটবড় হাজি!
পাজীগুলো পাচ্ছে আসন ধর্ম-নামের সভায়,
মানুষজনের চরিত্রটা হচ্ছে নষ্ট এদের বদপ্রভায়।
বংশগুণের কুলীনগুলো পাচ্ছে নাকো আদর,
রাজসভাতে ঠাঁই নিয়েছে হতচ্ছাড়া বাঁদর।
দেশের বুকে হচ্ছেটা কী? জানতে নাকি বারণ!
বলতে পারেন কেউ যদি ভাই জানেন আসল কারণ?
সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০১৯
২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: বর্তমানে অকবিরা কবিতার সর্বনাশ করছে। ফেসবুকের ভোট যদি আপনি আপনার লেখার মানদণ্ড বলে মানেন তাহলে কোনোদিনই আপনি লেখক বা কবি নন।
ফেসবুক মূলত বাজারের চায়ের দোকানেরই প্রতিচ্ছবি, এখানে কোনো গাম্ভীর্য বা সিদ্ধান্ত আশা করা বোকামী।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছন্দ মিলের কবিতা হারাতে বসেছে তার গৌরব
গদ্য ফরর্মাটে লেথা কিছু নব্য কবিদের আধিক্যে।
আপনার কবিতাটি যেন মরুর বুকে এক পশলা
শীতল বারি সিঞ্চিন। ভালো থাকবেন। শুভকামনা
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।