![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
আমরা যখন ছোট্ট ছিলাম
সাইয়িদ রফিকুল হক
যখন আমরা ছোট্ট ছিলাম
স্বপ্ন ছিল বড়,
মনের ভিতর কথার পাহাড়
হতো অনেক জড়ো।
এখন আমরা বড় হলেও
স্বপ্ন গেছে মুছে,
স্বার্থনেশায় স্বপ্নকথা
কেউ কি এখন পুছে?
সবার এখন চিন্তা হলো
করতে হবে বাড়ি,
অনেক টাকায় অনেক দামি
কিনতে হবে গাড়ি!
স্বপ্নগুলো ঝরে গেছে
বুদ্ধি হওয়ার পরে!
আরও স্বপ্ন জবাই হলো
বউ এলো যে ঘরে!
সবাই এখন লেলিয়ে দেয়
ছুটতে টাকার পিছে,
খোকনসোনার স্বপ্নগুলো
তাইতে এখন মিছে!
আমরা যখন ছোট্ট ছিলাম
ছিলাম কত ভালো,
দুচোখভরে ঝরতো যেন
বিশ্বজয়ের আলো!
এখন আমরা অনেক বড়
স্বপ্ন অনেক ছোটো,
সকাল থেকে সন্ধ্যাবেলা
অর্থকড়ি খোটো!
আমরা যখন ছোট্ট ছিলাম
স্বপ্ন ছিল বড়,
এখন আমরা অনেক বড়
স্বপ্ন হাতে ধরো!
সাইয়িদ রফিকুল হক
১০/১২/২০১৯
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সপ্রশংস উক্তিতে যারপরনাই আনন্দিত দাদা।
আপনাকে অশেষ ধন্যবাদ। পাশে থাকায় কৃতজ্ঞ।
আর শুভকামনা নিরন্তর।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছড়িতাটি।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
তবে সব বউ তো আর অলক্ষী না খালি চাই চাই আার খাই খাই করবে
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম আপু।
আসলে, তা-ই। সব বউ কখনোই খাই-খাই করে না। কিন্তু কেউ-কেউ করে।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
আমরা যখন বড় হলাম,
স্বপ্ন হলো ফিকে-
ছোট ছিলাম, সেটাই ভালো
আনন্দ চতুর্দিকে।
অবুঝ ছিলাম, ছোট ছিলাম,
ছিলাম কত ভালো,
খোলা দিলে, সবাই মিলে
জগত করতাম আলো।
এখন কেন, ঘরটা যেন,
হয়েছে শুধু ফাঁকা,
টাকার পিছে, দৌড়ে মিছে
করছি জীবন বাঁকা।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো বলেছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ
আর শুভেচ্ছা।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্বপ্নগুলো ঝরে গেছে
বুদ্ধি হওয়ার পরে!
আরও স্বপ্ন জবাই হলো
বউ এলো যে ঘরে!
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্যটা হঠাৎ-হঠাৎ মুখফসকে বেরিয়ে যায়।
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ ভাল লাগল।
আরো লিখুন। শুভ কামনা।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনার জন্য শুভেচ্ছা আর শুভকামনা।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
অসংখ্য ধন্যবাদসহ শুভেচ্ছা রইলো।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সহজ সরল সুন্দর।
আজ আমিও একটা ছড়া বা কবিতা লিখব।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪০
রূপম রিজওয়ান বলেছেন: আপনি তো পুরোদস্তুর লিখিয়ে। কিন্তু পাঠক অপ্রত্যাশিত রকমের কম। আপনার লেখার মানের সঙ্গে একদমই বেমানান। অবশ্য তাতে বয়েই গেছে। লেখককে সার্থকতার জন্য পাঠকের মূল্যায়নের প্রতি সবসময় মুখাপেক্ষী হতে হবে-এমন কোন কথা নেই।
আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এই ব্লগে আমার পাঠক একেবারে কম।
সেজন্য আমি চিন্তিত নই।
আপনার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত।
আমি অন্য ব্লগে লিখি। সেখানে আমার পাঠক সম্মানজনক।
আপনার সুন্দর মন্তব্যে আরও অনুপ্রাণিত হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছাও।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: চমৎকার!
আমি কখনো এভাবে মিল রেখে লিখতে পারলাম না।
আপনারা সব পাকা পাকা লিখিয়ে।