![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বুকের ভিতর বারুদ
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর বারুদ জ্বলে
বিজয়-মাসের ডিসেম্বরে,
দেশবিরোধী-ঘাতকেরা
ধুলার মতো যাক না ঝরে।
লাল-সবুজের বাংলাদেশে
উড়বে শুধু শান্তি-কপোত,
একাত্তরের বীর-চেতনায়
আমরা নিবো আবার শপথ।
বীর শহীদের আত্মদানে
স্বাধীনতার স্বপ্ন আঁকা,
জীবন থেকে অনেক প্রিয়
আমার দেশের এই পতাকা।
আমরা এখন স্বাধীন দেশে
ভাবছি শুধু নিজের কথা!
দেশের জন্য নাই যে কারও
একটুখানি মাথাব্যথা।
ভালোবাসার একটা দেশে
থাকবে কেন দলাদলি?
একের নিন্দা অপরজনে
করবে কেন বলাবলি?
সব বাঙালি ধরতে কেন
পারছি নাতো একটা রশি?
স্বদেশভূমির মুখটা কেন
সবার কাছে হয় না শশী?
এতো রক্তের বিনিময়ে
বাংলাদেশটা পেলাম শেষে,
এবার থেকে ঘুরে দাঁড়াও
বীর-বাঙালি বীরের বেশে।
রক্ত যাঁরা দিয়েছিলেন
তাঁরাই দেশের প্রিয়জন,
বুকের ভিতর কথা বলে
প্রাণ হারানো সেই স্বজন।
বুকের ভিতর বারুদ জ্বলে
দেশের শত্রু দেখলে দেশে,
স্বাধীনতার এতো পরেও
রাজাকাররা কেন হাসে?
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৯
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আর সঙ্গে রইলো ভালোবাসা।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: অনেক সুন্দর কবিতা।
লাইকসহ +++
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ বন্ধু।
শুভেচ্ছা আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।