![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
পাগল-ছাগল
সাইয়িদ রফিকুল হক
পাগলগুলোর কথা শুনে হাসছে অনেক ছাগল,
হাসতে-হাসতে দিচ্ছে খুলে বদ্ধমনের আগল!
এরা সবাই ঈদআনন্দে হাসছে মাঠেঘাটে,
পাগল-ছাগল মিলেমিশে সময় ভালো কাটে!
একটা পাগল লাফায় বেশি একটা টানে ঘাস,
খাইতে-খাইতে পাগল-ছাগল হচ্ছে সেবাদাস!
পরের কথা শুনলে এরা একটু লাফায় বেশি,
বুদ্ধিনাশে তড়াক করে ফুলছে জোরে পেশী!
দেশি ছাগল একটু ভালো তবুও কাজে লাগে,
রামছাগলের অত্যাচারে বুদ্ধিমানে ভাগে!
দেশের বুকে নতুন আপদ পাগল-ছাগল সৃষ্টি,
এই ছাগলের বংশনাশে কেউ কি দিবেন দৃষ্টি?
সাইয়িদ রফিকুল হক
২২/১২/২০১৯
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশি ছাগল একটু ভালো তবুও কাজে লাগে,
রামছাগলের অত্যাচারে বুদ্ধিমানে ভাগে!
......................................................................
রামছাগলের বুদ্ধি বে শি না গায়ের গন্ধটা বেশী ।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: রামছাগলের বুদ্ধি বেশি নয়। কিন্তু তাদের অত্যাচারে বুদ্ধিমান ভেগে যায়, পালায়।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লিখেছেন। কারো গায়ে খোঁচা লাগলো কিনা বুঝতে পারলাম না।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খোঁচা লাগবে মিথ্যার প্রাচীরে!
অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
রূপম রিজওয়ান বলেছেন: হা হা হা!
ভালো লিখেছেন। মজার ছলে ক্ষোভটাকে দারুণভাবে উগরে দিয়েছেন। লক্ষ্যবস্তু সম্পর্কে যদিও সন্দিহান। তাই বেশি কিছু বলাটা ঠিক হবে না।
শুভকামনা জানবেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: স্যাটায়ার।
সবটা না-বুঝাই ভালো।
দেখা হলে বিষয়বস্তু বলবো।
পাশে থাকায় কৃতজ্ঞ বন্ধু।
অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫
ভ্রমরের ডানা বলেছেন: চমৎকার ছড়া!
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
জুন বলেছেন: পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়!
ইগনোর করেন এদের
+
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্য ও সুন্দর বলেছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০
কালো যাদুকর বলেছেন: অনেকদিন বাদে এমন মজার কবিতা পড়লাম। সুভেচ্ছা নিবেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: অনেক সুন্দর কবিতা।
একদম পারফেক্ট স্যাটায়ার।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ, আপু।
খুশি হয়েছি।
শুভেচ্ছা আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: অসাধারন লেখনি।