![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
অনেক সাধের স্বপ্ন
সাইয়িদ রফিকুল হক
অনেক স্বপ্নের ভারে পূরণ হয়নি একটি স্বপ্নও!
স্বপ্নগুলো মনের ভিতরে বিরাট উঁকি দিয়ে
কেমন করে যেন ধরিয়ে ছিল খুব লোভ আর...।
কত আশায় স্বপ্নগুলো দেখতাম সারা দিন-রাত!
তবু একটা স্বপ্নও কখনো দেখেনি আলোর মুখ।
কষ্টগুলো ফেলে দিয়েছিলাম স্বপ্ন দেখার ছলে,
এখন আবার কষ্টগুলো ফিরে এসেছে বন্ধুর মতো।
ভাবছি ওদের আর তাড়াবো না, রাখবো বুকপকেটে।
কষ্টগুলো আমার যেন চিরজনমের ভালোবাসার সাথী,
তবু অহেতুক কেন যে স্বপ্ন দেখে হয়েছিলাম উদাসী!
আজ বুঝতে পারি: সবার সব শখ থাকা ভালো নয়,
এবার থেকে তাই ঘরপোড়া গোরুর মতো স্বপ্ন-নামের
সিঁদুরে মেঘ দেখলেই পালিয়ে যাবো কোনো ঘুমের রাজ্যে!
আর কখনো স্বপ্ন দেখবো না, ঘুমিয়ে কিংবা জেগে,
স্বপ্নগুলো আমাকে খুব কাঁদায় কিন্তু হাসায় না কখনো!
আমার স্বপ্নগুলো এত নির্লজ্জ যে, এরা হয় না বাস্তব,
তবু আমাকে ছেড়ে যায় না একটাও! কী পাষণ্ড এরা!
বুকটা আমার ঝাঁঝরা করে দিয়েছে এই মিথ্যা-স্বপ্নমালা,
আজও বুকের ভিতরে ঘুমিয়ে রয়েছে কত শত স্বপ্নযন্ত্রণা!
গুনতে গেলে তা হয়তো নিশ্চিত লক্ষ-কোটি ছাড়িয়ে যাবে!
একটা স্বপ্নও আমাকে কখনো-কোনোদিন একটু ভালোবাসেনি,
কখনো-কোনোদিন একটা স্বপ্নও একটু ভালোবেসে কাছে আসেনি!
অনেক সাধের স্বপ্নগুলো তবু আজও রয়ে গেল আমার চির-কাছে!
সাইয়িদ রফিকুল হক
২৪/১২/২০১৯
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতার পাঠকও ভালো।
অশেষ ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুশি হলুম।
শুভেচ্ছা অন্তহীন আর শুভকামনাও।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪
রূপম রিজওয়ান বলেছেন: কথা হচ্ছে আমি কবিতা ভালো বুঝি না
তবে পড়তে ভালোই লাগে!
যাহোক,সাধারণ (অকবি) পাঠক হিসেবে বলতে পারি,থিম-শব্দ-ভঙ্গি মিলিয়ে বেশ ভালো লাগলো।
শুভকামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: তবুও সুন্দর বলেছেন।
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
স্বপ্ন পূরণ করতে স্বপ্ন পূরণের ফর্মূলা জানতে হয় কবি। তানা হলে স্বপ্ন সব অধুরাই থেকে যায়।
কবিতা ভালো হয়েছে। +++
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: দেখা হলে ফর্মুলা জেনে নিবো ভাই।
কবিতা ভালোলাগায় আনন্দিত।
অসংখ্য ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।