![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তবুও তোমাকে খুব ভালো লাগছিল
সাইয়িদ রফিকুল হক
সেদিন তোমাকে হঠাৎ দেখলাম নিউ মার্কেটের সামনে,
আগের মতো খুব যত্ন করে কপালে টিপ পরোনি,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
তোমার পোশাকআশাকও আগের মতো খুব দামি ছিল না,
আর খুব সাদামাটাভাবে সেদিন তুমি এসেছিলে মার্কেটে,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
কানের দুলজোড়া পরতে তুমি হয়তো একেবারে ভুলে গিয়েছিলে!
হাতে ছিল না সোনার কঙ্কন কিংবা সাধারণ কোনো রেশমি চুড়ি!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
কিছুটা দূর থেকে খুব লুকিয়ে তোমাকে একটু দেখছিলাম,
কাকে দেখে তুমি যেন একটু হাসলে! পুরোটা দেখতে পাইনি,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
দেখলাম অনেকে এসে তোমার চারপাশে জড়ো হলো অস্থিরভাবে,
আর তখন তোমার শাড়ির আঁচল একটু খসে পড়লো মাটিতে!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
কতদিন পরে আবছামতো যেন একটুখানি দেখেছি তোমাকে,
তোমার নতুন বন্ধুদের আড়ালে তুমি বারবার হারিয়ে যাচ্ছিলে!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
তোমার শাড়ির ভাঁজগুলো আগের মতো ছিল না খুব নিখুঁত,
একটু প্রসাধন সামগ্রীও ব্যবহার করোনি তোমার ওই চাঁদমুখে!
কারণে-অকারণে বন্ধুদের সাথে খুব হাসাহাসি করছিলে তুমি,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
কতকাল পরে দেখা! প্রথমে তোমাকে দেখে যেন চিনতেই পারিনি!
তবুও সেই তোমাকে হঠাৎ এতকাল পরে খুঁজে নিলাম আগের মতো!
দূর থেকে দেখেছি তোমাকে তবুও মন ভরেছে সেই মধুর হাসিতে।
একটু অগোছালো ছিলে তুমি! আগের সেই পরিপাটি ভাবটি আর নাই!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল! তবুও তোমাকে খুব ভালো লাগছিল...।
সাইয়িদ রফিকুল হক
২৯/১২/২০১৯
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলুম।
অনেক ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
ইসিয়াক বলেছেন: আমার ও ভালো লাগলো ভাইয়া ।
আপনার প্রতিও রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আবারও শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
আর একদিন দেখা হলে চা কিংবা কফির নিমন্ত্রণ রইলো।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১০
আকতার আর হোসাইন বলেছেন: মোটামুটি ভালো লেগেছে।। শুভকামনা
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: তবুও খুশি ভাই।
অনেক ধন্যবাদ। আর শুভেচ্ছা রইলো।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ ---------
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলুম।
অশেষ ধন্যবাদ আপনাকে।
অন্তহীন শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: চমৎকার কবিতা। সেই সাথে স্কেচটিও দাড়ুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হয়েছি ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
আর আমার ব্লগে স্বাগতম।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
রূপম রিজওয়ান বলেছেন: হায়! হায়! কি লিখলেন এটা?? তবুও খাসা হয়েছে!
শাড়ি,টিপ(নেই),কানের দুল(নেই) ও উল্লেখ করেছেন? তবুও অবশ্য খাসা হয়েছে!
'নিউ মার্কেট'ও ঘটা করে লিখে দিয়েছেন??
কবিতা তবুও খাসা হয়েছে।
আসলে......
আশা করি এরকম দেখা যেন কখনো না হয়
এলোমেলো মন্তব্যের জন্য দুঃখিত! কারণ ব্যাখ্যাতীত। ফেব্রুয়ারির পর থেকে আর নিউমার্কেটের ধারেকাছে যাই না। কফিশপও এড়িয়ে চলি।
কবিতা কিন্তু,অনেস্টলি, খাসা হয়েছে।
এলোমেলো মন্তব্যের জন্য ক্ষমা করবেন। শুভকামনা জানবেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব সাদামাটা তবুও খুব অসাধারণ!
সমালোচনা করবেন মনখুলে।
মনে করার কিছুই নাই। সমালোচনা না হলে
কাব্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির শুচিতাবৃদ্ধি পায় না।
আরও বেশি সমালোচনা করবেন।
অশেষ ধন্যবাদ আপনাকে। সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫২
রূপম রিজওয়ান বলেছেন: আরে আমি কিন্তু সমালোচনা করিনি। কবিতাটা সত্যিই খুব ভালো লেগেছে।
কিন্তু বর্ণনাগুলো কাকতালীয়ভাবে অন্য একটা স্মৃতিকে মনে করিয়ে দিল আর কি
সেজন্য এলোমেলো চিন্তা মাথায় আসলো,আর মন্তব্যটাও এলোমেলো হয়ে গেল আর কি
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনি যে সমালোচনা করেননি তা বুঝতে পেরেছি।
আমি স্বেচ্ছায় সমালোচনা করতে বলেছি। কারণ, সমালোচনা প্রয়োজন।
আর কবিতাটি যে আপনার ভালো লেগেছে তা আপনার লাইক-ই প্রমাণ।
আপনি মোটেও এলোমেলো কিছু বলেননি। সুন্দর বলেছেন। আমি মন থেকে বলছি: আরও বেশি গঠনমূলক সমালোচনা করবেন। সমালোচনা না করলে সাহিত্যসৃষ্টি হবে না।
আবারও আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা অন্তহীন।
পাশে থাকায় কৃতজ্ঞ।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
রূপম রিজওয়ান বলেছেন: আশা করি,ভুল বুঝেন নি।
আসলে কি বলতে চেয়েছি তা বোধহয় ভালোভাবে বুঝাতে পারি নি ৯ নং মন্তব্যে।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি হাসিমুখে বলছি: আপনার ৯ নং মন্তব্যে যারপরনাই আনন্দিত।
আপনি অনেক সুন্দর বলেছেন।
দেখা হলে আপনাকে বাহবা দিতাম।
আমি মিথ্যা বলি না।
আপনি অনেক সুন্দর বলেছেন।
অশেষ ধন্যবাদ আপনাকে।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: প্রিয় সুহৃদ,
আশা করি, এবার আপনার মনের ভুল দূর হয়েছে?
আপনার মন্তব্যে আমি খুবই অনুপ্রাণিত।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৫
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: খুব রোমান্টিক!
ভালো লাগা রইলো।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।
নতুন বছরের শুভেচ্ছা জানাই।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাই।
আপনার, ভাবি’র ও আপনাদের কন্যার জন্য রইলো শুভকামনা।
আর নতুন বছরের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায়:
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: কখন যে কার কাকে ভাল লাগে বলা মুশকিল।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কথা সত্য।
তবে রোমান্স চিরকাল।
অশেষ ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
দৃষ্টিসীমানা বলেছেন: তবুও তোমাকে খুব ভালো লাগছিল , চমৎকার । দারুন কবিতা ।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলুম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
ইসিয়াক বলেছেন: চমৎকার লেখনী।