![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মানুষখুনের ইতিহাসে
সাইয়িদ রফিকুল হক
ভোটের আগে ভোট না পেয়ে হেরে গেলি তুই,
তাইতে দেখি মুখের কথা হচ্ছে তোমার দুই!
ভোটচুরিতে তোমার আছে অনেক ইতিহাস,
জনগণের সঠিক রায়ে পড়বে গলায় ফাঁস!
কত কথাই বলছো তুমি! কেউ করে না বিশ্বাস!
ইতিহাসে লেখা আছে—তোমার মিথ্যা-আশ্বাস।
মানুষখুনের ইতিহাসে তুমি বিরাট কসাই,
রাজক্ষমতার স্বপ্নপূরণ হবে নাকো মশাই।
রাজনীতিতে গলাবাজি করছো দিনে-রাতে,
রাজক্ষমতা পড়বে নাকো তবুও তোমার পাতে!
তোমার পাপের ইতিহাস যে লেখা সবার বুকে,
ভোট পাবে না মানুষখুনী—যতই হাসো সুখে!
মানুষখুনের ইতিহাসে তোমরা ভীষণ হিটলার,
তোমার জার্সি চেনা আছে—বুঝতে পারো বাটপাড়?
দেশের মানুষ অনেক সাবধান—ভুল করে না আর,
মানুষখুনের বংশধররা পাবে নাকো পার।
সাইয়িদ রফিকুল হক
৩১/১২/২০১৯
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলুম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা আর শুভকামনা।
আর
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: দুষ্টলোক ঠিকই পার পেয়ে যাচ্ছে। তবে আল্লাহর কাছ থেকে পার পাবে না।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সবসময় পার পাবে না। আর মহান আল্লাহ তো আছেনই।
অনেক ধন্যবাদ ভাই্।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪
সেজুতি_শিপু বলেছেন: দেশের মানুষ অনেক সাবধান হলেই ভালো । অনেক সুস্দর কবিতা।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিক তা-ই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: ভালো লাগার মতো কবিতা লিখেছেন গুরু।
+++
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালে অনেক লাফায়েছিলেন, এখন লাঠি দেখেন ও কবিতা লেখেন
৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানুষখুনী ও মানুষখুনীর দোসরদের শাস্তি হচ্ছে এবং হবে।
মানুষখুনীরা নিপাত যাবে।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
রূপম রিজওয়ান বলেছেন: '৬ নং মন্তব্য'টা করতে একটু ভয় পাচ্ছি!
থাক.....
ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা!!
ভালো থাকুন,সুস্থ থাকুন।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কোনো ভয় পাবেন না। এমনকি কাউকেও ভয় পাবেন না। তবে কৌশলী হবেন।
সমালোচনার দ্বার একেবারে উন্মুক্ত। আর সমালোচনা না করলে কবিতা লেখা হবে না।
পাশে থাকায় কৃতজ্ঞ।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হয়েছি।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা
পাশে থাকায় কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার হক দা
হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা রইল