![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ছাগলগুলো মানুষ হলে
সাইয়িদ রফিকুল হক
পাগল এদের বলি নাকো—পাগল হলেও ভালো ছিল,
কিন্তু এরা ছাগল হয়ে মনে ভীষণ ব্যথা দিলো!
গাছের পাতা-লতাপাতা—খাচ্ছে ভীষণ ফুর্তিতে,
কোনোকিছুই দেয় না বাদ—ব্যস্ত আছে পূর্তিতে!
মাটি খাচ্ছে, আগুন খাচ্ছে, আরও খাচ্ছে গ্রন্থ-কলম,
এই ছাগলের চিকিৎসাতে আছে কোনো ভালো মলম?
টাকা খাচ্ছে, কাগজ খাচ্ছে, খাচ্ছে সবই অনেক স্বাদে,
আবার ছাগল আকাশ দেখে হাসছে নাকি কারও ছাদে!
ছাগলগুলোর ছাগলামিতে পাচ্ছে আজাব মানুষগুলো,
এরা আবার হাসিমুখে লোকের চোখে দিচ্ছে ধুলো!
ছাগলগুলো মানুষ হলে শান্তি পেতাম সবাই মিলে,
নইলে ছাগল আচমকা যে খেতে পারে দেশটা গিলে!
ছাগলগুলোর উৎপাতে যে সাবাড় হলো কাঁঠালবাগান!
এদের আরও নাশকতায় অতিষ্ঠ আজ দেশের ময়দান।
এই ছাগলদের অত্যাচারে বিপন্ন আজ মানবজাতি,
নানান জাতের শয়তানেরা এদের এখন বন্ধুসাথী!
ছাগলগুলো মানুষ হলে বাঁচতো দেশে সবার প্রাণ,
এরা কেন মানুষ হওয়ার পায় না একটু বুদ্ধি-ঘ্রাণ?
এই ছাগলদের মানুষ করতে আছে কারও ফর্মুলা?
ছাগল-থেকে বাঁচতে চেয়ে জনগণ যে ভীষণ উতলা!
সাইয়িদ রফিকুল হক
০২/০১/২০২০
০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: তবুও যদি ছাগলগুলো একটু মানুষ হয়!
বেঁচে যাবে দেশটা।
অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা।
২| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর - এরকম ছাগলদের যদি কোরবানী ঈদে কোরবানী করা যেতো
তাহলে এত ছাগল আর হত না -------
০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই।
এই ছাগলদের সংখ্যা তাইলে কমে যেত।
অশেষ ধন্যবাদ আপনাকে। আর শুভেচ্ছা রইলো।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ !
০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬
ইসিয়াক বলেছেন: বাহ! ভালো লাগলো্
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হলুম।
অশেষ ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা রইলো অন্তহীন।
৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২
নেওয়াজ আলি বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ব্লগে স্বাগতম ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা।
৬| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৪
একাল-সেকাল বলেছেন:
ছাগল গুলা পাগল হইলে
পাবনা পথে পাঠাইতাম,
হচ্ছেনা যে পাগল ওরা,
আপনারে আর কি কইতাম !
০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সামনে পেলে ধরে সেখানে পাঠিয়ে দিবেন।
আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো ভাই।
৭| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৪
রূপম রিজওয়ান বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার স্যাটায়ার। খুব ভালো লাগলো। নতুন করে আর কি বলবো?
তবে একটা জায়গায় একটুখানি খটকা আছে। বুঝতে পারছি,হয়তো ছন্দ মিলানোর জন্য লিখেছেন,তবুও,'বুদ্ধি-ঘ্রাণ' এখানে ঘ্রাণ শব্দটা কিছুটা বেখাপ্পা লেগেছে আমার কাছে। অবশ্য এর ধারেকাছেও কিছু লিখতে পারার অওকাত আমার নেই,কেবল পাঠক হিসেবে বললাম।
সব মিলিয়ে খুব ভালোই লেগেছে। শুভকামনা রইল।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগায় অতীব আনন্দিত।
প্রিয় সুহৃদ,
'বুদ্ধি-ঘ্রাণ' শুধু ছন্দ মিলানোর জন্য দিইনি।
এর অর্থ হলো: বুদ্ধির ঘ্রাণ! ছাগলগুলোর বুদ্ধি নাই, বুদ্ধি থাকবেও না জানি। কিন্তু, এরা যদি একটুখানি বুদ্ধির ঘ্রাণ পেত তাহলেও এই জাতি বেঁচে যেত।
আসলে, সবটা এখানে লিখে বা মন্তব্যের উত্তর বা প্রতিউত্তর দিয়ে বুঝানো যায় না। একবার দেখা হলে বুঝিয়ে বলবো।
পাশে থাকায় ভীষণভাবে কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৮| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
শের শায়রী বলেছেন: অনেক শক্তিশালী স্যাটায়ার কবিতা। ভালো লাগা জানিয়ে গেলাম ভাই।
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অনেক খুশি হলুম।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নেবেন।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩২
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হলুম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছাসহ শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: ছাগল ছাগলই থাকবে। এরা কোনো দিনও মানুষ হবে না।