![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ভালোবাসা তুমি বড় অদ্ভুত
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসা চাইলে মেলে না!
না চাইলে হাতের কাছে খায় গড়াগড়ি,
চাইলে তাকে কখনো পাওয়া যায় না সময়মতো!
ভালোবাসা তুমি বড় অদ্ভুত!
কতদিন ঘুরেছি মিথ্যাআশায় ভালোবাসার পিছে
তবুও সে কোনোদিন আমাকে বলেনি একটি কথাও!
এখন চাই না ভালোবাসা, ঘৃণা করি ভালোবাসা,
তবুও সে পায়ের কাছে দেয় বারেবারে হামাগুড়ি!
ভালোবাসা তুমি বড় অদ্ভুত!
ভালোবাসাকে আজও চিনতে পারি নাই একটুখানি!
কী ধাতুতে গড়া এই ভালোবাসা নামক অমোঘ বস্তু?
কতজনের বুক খালি করে হাসে সে গাঢ় অন্ধকারে!
ভালোবাসাকে চেনা যায় না একজীবনে, একবারে,
ভালোবাসা তুমি বড় অদ্ভুত!
সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০২০
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা।
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই ভালবাসা এক অন্য জিনিস
অন্তর বুঝা মুসকিল তবুও বলে ভালবাসি------