![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তোমার একটি চিঠির অপেক্ষায়
সাইয়িদ রফিকুল হক
আজ কতদিন হলো!
তোমার একটি চিঠিও পেলাম না,
হয়তো বলবে, এই মোবাইলের যুগে
কেউ কখনও চিঠি লেখে?
কিন্তু আমার যে এখনও
তোমার চিঠি পড়তে খুব ভালো লাগে।
কতদিন হলো!
তোমার কোনো খবর জানি না,
বিছানার একপাশে অলসের মতো
সারাদিন শুয়ে থাকে
কত পরিচিত মোবাইলটা!
তবুও তোমাকে একদিনও
ফোন করতে ইচ্ছে করে না,
ফোন ধরতেও ইচ্ছে করে না।
আজকাল মোবাইল-ফোনে না
শুধু মিথ্যাকথার চালাচালি,
আমার এসব একটুও ভালো লাগে না।
তারচে আমার ভালো লাগে
তোমার রাত জেগে লেখা চিঠিগুলো
খুব যত্ন করে রাত জেগে পড়তে।
অনেকদিন তো হয়ে গেল!
তোমার একখানা চিঠি তবুও পেলাম না,
তোমার মনে এখনও ভালোবাসা আছে কিনা
জানি না, জানি না, জানি না।
আজ কতদিন হলো!
তোমার একটি চিঠির অপেক্ষায় বসে আছি,
আর শুধু একটি চিঠির অপেক্ষায় বসে আছি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
পাশে থাকায় খুব কৃতজ্ঞ।
খুশি হলুম।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২০
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ভাইয়া ।
শুভকামনা রইলো ।
০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হলুম।
অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আজ সামুতে অনেক গুলো কবিতা পোষ্ট হয়েছে।
আপনার কবিতাটা সবচেয়ে সুন্দর হয়েছে।
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হলুম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আর শুভেচ্ছাসহ শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৫
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)