![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মন যদি কাঁদে বন্ধু
সাইয়িদ রফিকুল হক
মন যদি কাঁদে বন্ধু
তবে দেহটিকে হাসিয়ে-সাজিয়ে
লাভ কী বলো বন্ধু?
মনটিকে হাসিয়ে মনটিকে সাজিয়ে
তুমি হাসতে পারো চিরদিনের জন্যে।
মনের অসুখ যদি তোমার না সারে বন্ধু
তবে দেহপরিপাটি করে লাভ কী বলো?
অনেক দামি পোশাকে সারে না বন্ধু
মনের কালব্যাধি,
মনটিকে শুচিতার শীতল জলে ধুয়েমুছে
তুমি হতে পারো চিরসুখী।
মন যদি কাঁদে বন্ধু
নীরবে-নিভৃতে-গোপনে-সংগোপনে
তবে কী সুখ পাবে তুমি মিথ্যা কৌলীন্যে?
তারচে বন্ধু
শুদ্ধতার অতল জলে ডুবে-ডুবে তুমি
হতে পারো শুদ্ধতম,
মিলবে তবে তোমার চিরস্থায়ী মুক্তি।
মন যদি কাঁদে বন্ধু
তবে কোরো না দেহের পূজা,
এবার সারাও তোমার মনের অসুখ,
আর চিরতরে দূর করো মনের কালব্যাধি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৮/২০১৭
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সঙ্গে উষ্ণঅভিনন্দন, শুভেচ্ছা আর শুভকামনা।
২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
নার্গিস জামান বলেছেন: ভিষণ সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুভেচ্ছা নেবেন বন্ধু।
পাশে থাকায় কৃতজ্ঞ।
আর অন্তহীন শুভকামনা।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫
অক্পটে বলেছেন: সুন্দর কবিতা, মনোচিকিৎসক।
০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রফিক ভাই
আপনি চমৎকার লিখেন।
দারুন হয়েছে কাব্য।
শুভেচ্ছা রইলো।
০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক খুশি হলাম ভাই।
আপনাকে অসংখ্য শুভেচ্ছা।
আর সালামসহ শুভকামনা রইলো।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।